বিজেপির দখলে অরুণাচল

শেষ পর্যন্ত বিজেপির দখলেই এল অরুণাচল। আজ ৬০ সদস্যের অরুণাচল বিধানসভার ৪৮ জন বিধায়ককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানান তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজ্যে পিপিএ সরকার থাকছে না। গঠিত হল বিজেপি সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০২:৩০
Share:

শেষ পর্যন্ত বিজেপির দখলেই এল অরুণাচল।

Advertisement

আজ ৬০ সদস্যের অরুণাচল বিধানসভার ৪৮ জন বিধায়ককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানান তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজ্যে পিপিএ সরকার থাকছে না। গঠিত হল বিজেপি সরকার। জানুয়রিতে সরকার ছিল কংগ্রেসের। তার পর রাষ্ট্রপতি শাসন। ফেব্রুয়ারিতে কালিখো পুলের নেতৃত্বে পিপিএ সরকার। জুলাইয়ে পেমা খান্ডুর নেতৃত্বে কংগ্রেস সরকার। সেপ্টেম্বরে পেমার হাত ধরেই আবার পিপিএ সরকার। বছর শেষ দিনে পেমার নেতৃত্বে বিজেপি সরকার শুরু করছে নতুন বছরের পথ চলা।

৪৮ ঘণ্টায় ১২ জন বিধায়ককে দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করেন পিপিএ সভাপতি কাফা বেঙিয়া। পেমার বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রী পদে টাকাম পারিওর নামও ঘোষণা করে দেন কাফা। এরপরেই পেমার পিছনে দাঁড়ায় বিজেপি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব জানিয়ে দেন পেমাকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন করছে নর্থ-ইস্টার্ন ডেমোক্রেটিক অ্যালায়েন্স (নেডা)। দ্রুত বদলাতে থাকে পরিস্থিতি। শেষ পর্যন্ত আজ তথাকথিত পিপিএ-র ৪৩ জন বিধায়কের মধ্যে পেমা-সহ ৩৩ জন বিজেপিতে যোগ দেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন