অটো চালকদের আন্দোলন

ভোটের মুখে প্রশাসনের সিদ্ধান্তে নাজেহাল হাইলাকান্দি শহরের নিত্যযাত্রীরা। নিরাপত্তার কারণ দেখিয়ে সমস্ত বাণিজ্যিক যানবাহনকে শহরের সীমানার বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আন্দোলনে নামছে হাইলাকান্দি জেলা বাণিজ্যিক যানবাহন সংস্থার সমন্বয় সমিতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:৫৮
Share:

ভোটের মুখে প্রশাসনের সিদ্ধান্তে নাজেহাল হাইলাকান্দি শহরের নিত্যযাত্রীরা। নিরাপত্তার কারণ দেখিয়ে সমস্ত বাণিজ্যিক যানবাহনকে শহরের সীমানার বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আন্দোলনে নামছে হাইলাকান্দি জেলা বাণিজ্যিক যানবাহন সংস্থার সমন্বয় সমিতি।

Advertisement

ওই সিদ্ধান্তের জেরে ক্ষুব্ধ ডিজেল অটোরিকশা চালকরা গত শনিবার থেকে চাক্কা-বন্‌ধ শুরু করেছেন। আজ হাইলাকান্দি জেলা বাণিজ্যিক যানবাহন সংস্থার সমন্বয় সমিতির প্রতিনিধিরা সাংবাদিক বৈঠকে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। দ্রুত তা প্রত্যাহারের দাবিও ওঠে। না হলে ২২ মার্চ থেকে জেলায় সব রকম বাণিজ্যিক যান চলাচল বন্ধ করে ধর্মঘটের কথা জানানো হয়।

এ দিন হাইলাকান্দির বাণিজ্যিক যানবাহনের ৪২টি শাখার সমন্বয় সমিতি সাংবাদিক বৈঠকে যাত্রী দুর্ভোগের কথা তুলে ধরে। সমিতির সভাপতি মমতাজ্জামান লস্কর, সাধারণ সম্পাদক দেবর্ষি পালচৌধুরী, হাইলাকান্দি জেলা মোটরচালক সংস্থার সম্পাদক সুব্রত দেব, বাহারুল ইসলাম, ডালিমউদ্দিন ও দীপক কুমার মালাকার জানান, তাঁদের তরফে জেলা প্রশাসনকে জানানো হয়েছিল, শহরের যানজট রুখতে শিলচর থেকে আসা বাণিজ্যিক যানবাহনগুলিকে হাইলাকান্দির কলেজ রোডের বাস টার্মিনাসে রাখা হোক। লালা, রামকৃষ্ণনগরের যানবাহনগুলি কাটলিছড়া বাসস্ট্যান্ডে রাখা যেতে পারে। ওই দু’টি জায়গা থেকে বাণিজ্যিক যানবাহনগুলি যাতায়াত করলে শহরের রাস্তায় সমস্যা হবে না। তাঁদের অভিযোগ, সমিতির মতামতকে গুরুত্ব না দিয়ে প্রশাসন এক তরফা সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার রাজমোহন রায় জানান, পেট্রোল অটোরিকশা ও ই-রিকশাকে শহরে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ডিজেল অটোরিকশাগুলির শহরে যাতায়াতের পারমিট না থাকায় ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন