National News

পরবর্তী শুনানি কবে তা ঠিক হবে জানুয়ারিতেই, অযোধ্যা নিয়ে মত সুপ্রিম কোর্টের

অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তি হোক, এ নিয়ে বিজেপি এবং হিন্দু সংগঠনগুলো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। গত ৩০ অক্টোবর মামলাটি শীর্ষ আদালতে ওঠে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৩:০৭
Share:

অযোধ্যা নিয়ে পরবর্তী শুনানি কবে তা জানুয়ারিতেই ঠিক হবে। যেমনটা সিদ্ধান্ত হয়েছে, তেমন ভাবেই গোটা বিষয়টি এগোবে। তার অন্যথা হবে না। আবারও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

জানুয়ারি নয়, তার আগেই অযোধ্যা নিয়ে শুনানি চাইছিল অখিল ভারত হিন্দু মহাসভা। তাই এ বিষয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। সোমবার সেই আবেদনটি সুপ্রিম কোর্টে উঠলে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তা খারিজ করে সাফ জানিয়ে দেন, “এ বিষয়ে যা সিদ্ধান্ত হয়েছে, সেটাই বহাল থাকবে।”

অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তি হোক, এ নিয়ে বিজেপি এবং হিন্দু সংগঠনগুলো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। গত ৩০ অক্টোবর মামলাটি শীর্ষ আদালতে ওঠে। সেখানে উত্তরপ্রদেশ সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেটা আর্জি জানান, অযোধ্যার বিতর্কিত জমি ঘিরে এই মামলা ১০০ বছরের পুরনো। একে অগ্রাধিকার দিয়ে অন্তত নভেম্বরে আদালতের তালিকায় মামলাটি রাখা হোক। কিন্তু তা উড়িয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘‘সব মামলার বিষয়েই সুপ্রিম কোর্টের নিজস্ব অগ্রাধিকার রয়েছে। অযোধ্যা মামলার শুনানি কবে হবে, তা জানুয়ারিতে ঠিক হবে। নতুন বেঞ্চ গঠন করা হবে। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’’

Advertisement

আরও পড়ুন: যোগীর ছোঁয়াচ এ রাজ্যের স্কুলে, ইসলামপুর নাম বদলে হল ‘ঈশ্বরপুর’!

আরও পড়ুন: ‘লকেট তো পরে সৌন্দর্য বাড়াতে’, ফিরহাদের মন্তব্যে নতুন বিতর্ক

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন