Iran Protest

নেই ইন্টারনেট, রাস্তায় বেরোলে গাড়ি থামাচ্ছে বিক্ষোভকারীরা! ইরান থেকে ফিরে নিজেদের অভিজ্ঞতা জানালেন ভারতীয়েরা

ইরান থেকে ফেরা অধিকাংশ ভারতীয়ের বক্তব্য, সে দেশে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাঁরা। রাস্তায় বেরোলে গাড়ি আটকে রেখেছেন বিক্ষোভকারীরা। সে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না-পারার কথাও জানিয়েছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১২:২০
Share:

এখনও বিক্ষোভ চলছে ইরানে। — ফাইল চিত্র।

ইরান থেকে দেশে ফিরে নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয়দের একাংশ। শুক্রবার মধ্যরাতে ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে দু’টি বিমান। ভারতে পৌঁছেই সমস্ত রকম সহযোগিতার জন্য কেন্দ্র এবং ইরানের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানান ওই ভারতীয়রা।

Advertisement

ইরান থেকে ফেরা অধিকাংশ ভারতীয়ের বক্তব্য, সে দেশে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাঁরা। রাস্তায় বেরোলে গাড়ি আটকে রেখেছেন বিক্ষোভকারীরা। সে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না-পারার কথাও জানিয়েছেন অনেকে।

ইরান থেকে ফেরা এক ভারতীয়ের কথায়, “ওখানকার পরিস্থিতি খারাপ। ভারত সরকার অনেক সাহায্য করেছে আমাদের। ভারতীয় দূতাবাস থেকে আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করা হয়েছে।” আর এক ভারতীয়ের কথায়, “আমরা ইরানে কয়েক মাস ছিলাম। কোনও সমস্যা হয়নি। কিন্তু সপ্তাহ দুয়েক আগে থেকে পরিস্থিতি পুরো বদলে যায়। আমরা বাইরে বেরোলে বিক্ষোভকারীরা গাড়ি ঘিরে ধরত। ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। ভারতে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারিনি।

Advertisement

গত ২৮ ডিসেম্বর থেকে গণবিক্ষোভে উত্তপ্ত ইরান। মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের অভিমুখ এখন ঘুরে গিয়েছে সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানের দিকে। এই পরিস্থিতিতে ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে সক্রিয় কেন্দ্র। চলতি বছরে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে দু’দফায় বিজ্ঞপ্তি জারি করেছে বিদেশ মন্ত্রক। পশ্চিম এশিয়ার দেশটির সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে নয়াদিল্লি প্রথম বিজ্ঞপ্তিটি জারি করেছিল গত ৫ জানুয়ারি। ন’দিনের মাথায় বুধবার (১৪ জানুয়ারি) বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ফের ইরান নিয়ে ভারতীয় নাগরিকদের উদ্দেশে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তাতে বলা হয়, ‘‘ইরানের সাম্প্রতিক ঘটনাবলি দেখে ভারতীয় নাগরিকদের পুনরায় পরামর্শ দেওয়া হচ্ছে, এ বিষয়ে পুনরায় বিজ্ঞপ্তি না-দেওয়া পর্যন্ত কেউ ওই দেশে যাবেন না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement