Bangladesh

সন্ত্রাস দমনে ফের সাহায্য হাসিনার

তিন জন অপহৃত শ্রমিককে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে এমনিতেই বিভিন্ন মহল থেকে চাপ ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ০৫:২৯
Share:

শেখ হাসিনা

২৩ ডিসেম্বর, ১৬ দিন বাদে ত্রিপুরার বাংলাদেশ সীমান্ত থেকে অপহৃত তিন জনকে মুক্তি দিয়েছিল জঙ্গিরা। এই জঙ্গিদের কবল থেকে তাঁদের মুক্ত করানোর ক্ষেত্রে অবদান রয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর। তারা তাদের এলাকায় জোরদার তল্লাশি চালিয়েছিল। এ কথা জানিয়ে রাজ্যের পুলিশ-প্রধান ভি এস যাদব বলেন, ত্রিপুরায় সন্ত্রাস দমনে অতীতে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের অসামান্য অবদান ছিল। এখনও তা অব্যাহত রয়েছে।

Advertisement

তিন জন অপহৃত শ্রমিককে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে এমনিতেই বিভিন্ন মহল থেকে চাপ ছিল। ফলে তাঁদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার জন্যে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে তাঁর সাহায্য চেয়েছিলেন। পুলিশ-প্রধান দাবি করেন, বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে তিনি নিজেও যোগাযোগ রেখে গিয়েছেন। বাংলাদেশের মাটিতে সে দেশের নিরাপত্তা বাহিনী তল্লাশি চালিয়েছিল।

এনএলএফটি-র চার জঙ্গি গত কাল পুলিশের মুখ্যকার্য্যালয়ে গিয়ে ডিজিপি যাদবের কাছে আত্মসমর্পণ করে। সেখানে তিনি জানান, ত্রিপুরায় পুলিশ ও বিএসএফ জোরদার চাপ রেখে যাচ্ছে। চলছে অভিযান, তল্লাশি। পাশাপাশি বাংলাদেশ প্রশাসনের তৎপরতায় এই জঙ্গিরা সে দেশের মাটিতে তাদের শিবির চালাতে পারেনি। বাধ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement