ছায়ানট-কে সম্মান ভারতের

বাংলাদেশের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-কে ‘টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি’ পুরস্কারে সম্মানিত করছে ভারত সরকার। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ০১:৩৮
Share:

বাংলাদেশের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-কে ‘টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি’ পুরস্কারে সম্মানিত করছে ভারত সরকার।

Advertisement

২০১৫-র এই সম্মানের জন্য সন্‌জীদা খাতুনের নেতৃত্বে সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী এই সংগঠনকে সর্বসম্মত ভাবে বাছাই করেছে একটি জুরি বোর্ড, যার চেয়্যারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা সংস্কৃতি, সঙ্গীত, সাহিত্য বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের চর্চাকে বাংলাদেশ ও বিশ্বের দরবারে জনপ্রিয় করার ক্ষেত্রে ছায়ানট-এর বিশেষ অবদানকে এই পুরস্কারে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলা নববর্ষে ঢাকার রমনার বটমূলে ছায়ানট-এর অনুষ্ঠান আজ বাংলাদেশে প্রায় জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে

রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষে এই পুরস্কার দেওয়া শুরু করে ভারত। এর আগে পণ্ডিত রবিশঙ্কর ও জুবিন মেটা এই সম্মান অর্জন করেছেন। একটি বহুমূল্য স্মারক ও ১ কোটি টাকা পুরস্কার মূল্য দেওয়া হবে ছায়ানট-কে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন