পশ্চিমবঙ্গের কল্যাণীতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে ৪৭ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় মূল পাণ্ডা ধরা পড়ল রাঁচিতে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নীরজকুমার বারেলি। সে ঝাড়খণ্ড সশস্ত্র পুলিশের কর্মী ছিল। কিন্তু তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। রাঁচির সিটি এসপি জয়া রায় বলেন, ‘‘পশ্চিমবঙ্গের সিআইডি খবর পেয়েছিল, নীরজ রাঁচির ডোরান্ডায় লুকিয়ে রয়েছে। ওই দুষ্কৃতীকে ধরতে তাঁরা আমাদের সাহায্য চায়। রাঁচি পুলিশ ও সিআইডি যৌথ অভিযানে নীরজকে গ্রেফতার করা হয়েছে।’’