ইদে বিশ্বশান্তির বার্তা বরাকে

ইদে মাতলো বরাক। কাছাড়ে দু’টি মসজিদে নামাজ করলেন মহিলারা। বিশ্বশান্তির প্রার্থনা করলে তাঁরা। উপত্যকায় কাজিডহর তেমাথা জামে মসজিদের ইদগাহে পুরুষের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা করা হয়। গত ২৫ বছর ধরে সেখানে এই পরম্পরা চলে আসছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫২
Share:

প্রার্থনা। ইদের নামাজে। শিলচরের ইটখোলা ইদগাহে। মঙ্গলবার স্বপন রায়ের তোলা ছবি।

ইদে মাতলো বরাক।

Advertisement

কাছাড়ে দু’টি মসজিদে নামাজ করলেন মহিলারা। বিশ্বশান্তির প্রার্থনা করলে তাঁরা। উপত্যকায় কাজিডহর তেমাথা জামে মসজিদের ইদগাহে পুরুষের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা করা হয়। গত ২৫ বছর ধরে সেখানে এই পরম্পরা চলে আসছে। আজ আশপাশের গ্রামের শ’চারেক মহিলা মসজিদে যান। এ দিন সকাল ৭টায় সকলকে নামাজ করান মসজিদের ইমাম মহতাবুর রহমান চৌধুরী। মহিলাদের জন্য পর্দায় ঢাকা আলাদা জায়গার ব্যবস্থা ছিল। নামাজের পর শায়েমা বেগম চৌধুরী জানান, দেড় বছর আগে বিয়ের পর তিনি কাজিডহরে এসেছেন। গত তিন বার মসজিদে ইদের নামাজে সামিল হয়েছেন। তাঁর বক্তব্য, পবিত্র কোরান-এ মহিলাদের নামাজের উল্লেখ রয়েছে। তাই জেলার অন্য জায়গাতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হোক। এলাকার বাসিন্দা নূর আহমেদ জানান, প্রতি বছর ওই মসজিদের নামাজে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। আরকাটিপুর তিমুখা আহলে হদিস জামে মসজিদ ইদগাহতেও শ’দুয়েক মহিলা ইদের নামাজে সামিল হন। নামাজ আদায় করান মসজিদের ইমাম ওয়াইদুর রহমান।

এ দিন হাইলাকান্দিতেও ইদ-উল-আজহার নামাজে বিশ্বশান্তির বার্তা দেন আহালে ছুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা ছারিমুল হক লস্কর। তিনি প্রত্যেককে একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আবেদন জানান। তিনি বলেন, ‘‘উৎসব সম্প্রীতির বার্তা ছড়ায়। যে কোনও উৎসবে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’’ এ দিন হাইলাকান্দির লালা, কাটলিছড়া, আলগাপুর, মনাছড়া, ঘাড়মুড়া, কৃষ্ণপুর, সাহাবাদে উৎসাহের সঙ্গে ইদ পালিত হয়। হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হুসেন লস্কর জেলার নিচিন্তপর ইদগাহতে নামাজে সামিল হন। নিচিন্তপুরের অর্ধনির্মিত ইদগাহের নির্মাণকাজ পরের ইদের আগেই শেষ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

Advertisement

করিমগঞ্জেও পালন করা হয় পবিত্র ইদ-উল-আজহা। করিমগঞ্জের টাউন ইদগাহে নামাজ আদায় করেন শত শত ইসলাম ধর্মাবলম্বী মানুষ। নামাজের পর বিশ্বশান্তির কামনা করা হয়। টাউন ইদগাহ ছাড়াও উজানডিহি সাহেববাড়ি ইদগাহ, পাঁচপীরের মোকাম, বাঘের মোকামে ইদের নামাজ পড়েন স্থানীয় লোকজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন