BigBasket

বিক্রি ২ কোটি গ্রাহকের তথ্য

সাইব্‌ল ব্লগে জানিয়েছে, সাইবার অপরাধের বাজারে বিগবাস্কেটের তথ্যভাণ্ডার বিক্রি হয়েছে ৪০ হাজার ডলারে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ০৫:৪৩
Share:

প্রতীকী চিত্র।

অনলাইন দোকান বিগবাস্কেট-এর কাছ থেকে তাদের ২ কোটি গ্রাহকের তথ্য চুরি গিয়েছে। এবং সেই তথ্য ইন্টারনেটের অন্ধকার দুনিয়া তথা ‘ডার্ক ওয়েব’-এ ৩০ লক্ষ টাকায় বিক্রি করেছে হ্যাকার। সাইবার নজরদারি সংস্থা সাইব্‌ল-এর কাছ থেকে এই কথা জানতে পেরেছে অনলাইন বিপণন সংস্থাটি। তারা বেঙ্গালুরুর সাইবার অপরাধ শাখায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে।

Advertisement

সাইব্‌ল ব্লগে জানিয়েছে, সাইবার অপরাধের বাজারে বিগবাস্কেটের তথ্যভাণ্ডার বিক্রি হয়েছে ৪০ হাজার ডলারে। এর ‘এসকিউএল’ ফাইলটি ১৫ জিবি-র। তাতে ‘মেম্বার­_মেম্বার’ অংশে ২ কোটি গ্রাহকের ই-মেল আইডি, পাসওয়র্ড, মোবাইল আর ল্যান্ডলাইন ফোন নম্বর, লগইন-এর আইপি অ্যাড্রেস-সহ গ্রাহকদের অনেক তথ্যই রয়েছে। বিগবাস্কেটের দাবি, গ্রাহকদের আর্থিক তথ্য সুরক্ষিত রয়েছে। কারণ তারা গ্রাহকদের ক্রেডিট কার্ডের নম্বর বা অন্য কোনও আর্থিক তথ্য জমিয়ে রাখে না। তবু কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে। বেঙ্গালুর-ভিত্তিক সংস্থাটির অন্যতম লগ্নিকারী আলিবাবা গ্রুপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন