৬৮টি ইন্টার কলেজের অনুমোদন বাতিল

চলতি বছরের পরীক্ষা কেলেঙ্কারির জেরে বিহারের ২০টি জেলার ৬৮টি ইন্টার কলেজের অনুমোদন বাতিল করল বিহার রাজ্য বিদ্যালয় পরীক্ষা নিয়ামক সমিতি। সঙ্গে পরীক্ষা সমিতির তরফে ১৯টি ইন্টার কলেজের অনুমোদন সাময়িক রদ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর চিঠি ধরানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০২:৫২
Share:

চলতি বছরের পরীক্ষা কেলেঙ্কারির জেরে বিহারের ২০টি জেলার ৬৮টি ইন্টার কলেজের অনুমোদন বাতিল করল বিহার রাজ্য বিদ্যালয় পরীক্ষা নিয়ামক সমিতি। সঙ্গে পরীক্ষা সমিতির তরফে ১৯টি ইন্টার কলেজের অনুমোদন সাময়িক রদ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর চিঠি ধরানো হয়েছে।

Advertisement

এই ইন্টার কলেজগুলিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠনের ব্যবস্থা আছে। আজ সিদ্ধান্ত ঘোষণার পর পরীক্ষা নিয়ামক সমিতির চেয়ারম্যান আনন্দ কিশোর বলেন, ‘‘পরীক্ষাকে দুর্নীতি-মুক্ত করতে এই পদক্ষেপ। বিহারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজা হচ্ছে। সেই প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হবে।’’ চলতি বছরে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশের পরে স্থানাধিকারীদের ঘিরে বিতর্ক তৈরি হয়। বিষুণ রায় কলেজের ছাত্রী রুবি রায় কলা বিভাগে শীর্ষস্থান দখল করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে, পলিটিক্যাল সায়েন্সকে ‘পডিকাল সায়েন্স’ ও হোম সায়েন্সে বাড়িতে রান্না শেখানো হয় বলে জানায়। তাতে দেশ জুড়ে হইচই পড়ে যায়। তদন্তের নির্দেশ দেন নীতীশ কুমার। কলেজের অধ্যক্ষকে ধরা হয়। পরীক্ষা নিয়ামক সমিতির কর্মী থেকে শুরু করে চেয়ারম্যান ও তাঁর স্ত্রীকেও ধরা হয়। পুলিশ অন্যতম অভিযুক্ত রুবি রায়কেও গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement