কাশ্মীর নিয়ে বলতে গিয়ে লন্ডনে হেনস্থা বিলাবলের

কাশ্মীর ভারত থেকে ফিরিয়ে আনার হুমকি দিয়ে শিরোনামে এসেছিলেন মাস খানেক আগে। এ বার সেই কাশ্মীর নিয়ে একটি মিছিলে বক্তৃতা দিতে গিয়েই হেনস্থা হতে হল বিলাবল ভুট্টো জারদারিকে। লন্ডনের রাস্তায় বেনজির-পুত্রকে ডিম, টোম্যাটো এমনকী খালি জলের বোতলও ছুড়ে মারা হয়। কাল ‘কাশ্মীর মিলিয়ন মার্চ’ নামে একটি মিছিলের আয়োজন করেছিল ব্রিটেনের একটি সংস্থা। বিষয়বস্তু ছিল কাশ্মীরের মানুষের অধিকার রক্ষা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৪ ০২:৩৬
Share:

কাশ্মীর ভারত থেকে ফিরিয়ে আনার হুমকি দিয়ে শিরোনামে এসেছিলেন মাস খানেক আগে। এ বার সেই কাশ্মীর নিয়ে একটি মিছিলে বক্তৃতা দিতে গিয়েই হেনস্থা হতে হল বিলাবল ভুট্টো জারদারিকে। লন্ডনের রাস্তায় বেনজির-পুত্রকে ডিম, টোম্যাটো এমনকী খালি জলের বোতলও ছুড়ে মারা হয়।

Advertisement

কাল ‘কাশ্মীর মিলিয়ন মার্চ’ নামে একটি মিছিলের আয়োজন করেছিল ব্রিটেনের একটি সংস্থা। বিষয়বস্তু ছিল কাশ্মীরের মানুষের অধিকার রক্ষা। ওই মিছিলের আয়োজক সংস্থা পাকিস্তানপন্থী বলেই বিশেষ ভাবে পরিচিত। মিছিলের নেতৃত্বে ছিলেন সুলতান মাহমুদ চৌধুরি নামে এক আইনজীবী। নিজের অনুগামীদের কাছে আবার তিনি পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবেই বেশি পরিচিত। আর ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য লর্জ নাজির আহমেদ। ব্রিটেনে বসবাসকারী প্রচুর কাশ্মীরি এবং পাকিস্তানি ওই মিছিলে অংশ নেন।

ট্রাফালগার স্কোয়ার থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত মিছিলে শ’খানেক লোকের জমায়েত হয়েছিল। কিন্তু সেই মিছিলেই বিলাবল ভুট্টো বক্তৃতা দিতে গেলে বিপত্তি বাধে। একটি অস্থায়ী মঞ্চে উঠে তিনি যখন নিজের কথা শুরু করবেন, মিছিলের জনতা সঙ্গে সঙ্গে ক্ষেপে ওঠেন। তাঁকে একটি শব্দও উচ্চারণ করতে দেননি সেখানে উপস্থিত জনতা। উল্টে ডিম, টোম্যাটো আর খালি জলের বোতল উড়ে আসে বিলবলের দিকে। অবস্থা বেগতিক দেখে শেষমেশ মিছিল ছেড়ে চলে যান বিলাবল। নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান।

Advertisement

“এই মিছিলটা কাশ্মীরের সাধারণ মানুষের জন্য। এখানে বিলাবলের থাকার কোনও প্রয়োজন নেই,” স্পষ্টই বললেন মিছিলে অংশগ্রহণকারী এক ব্যক্তি। মিছিলে হাঁটার জন্য ইস্ট মিডল্যান্ডসের ডার্বি এলাকা থেকে লন্ডনে এসেছিলেন তিনি। মিছিলের বাকি অংশগ্রহণকারীদের প্রায় একই বক্তব্য।

তবে জারদারি পরিবার কিন্তু বিলাবলের এই হেনস্থার পিছনে ভারতেরই হাত দেখছেন। বিলাবলের বোন টনার পরে টুইট করে জানিয়েছেন, মিছিলে দাদার উপস্থিতির বিষয়টি ভণ্ডুল করার জন্য ভারতীয় ‘দালালরাই’ দায়ী। তিনি লিখেছেন, “বিলাবলের বক্তৃতার আগে নাশকতা করা সত্ত্বেও ও জনতার কাছ থেকে প্রভূত সমর্থন আদায় করতে পেরেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement