Bill Gates

করোনার টিকা উৎপাদনে সঙ্কটে পড়তে পারে ভারত, আশঙ্কা বিল গেটসের

গেটসের মতে, গোটা দুনিয়ার গবেষকরাই এখন বিপুল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২০ ১৫:২৪
Share:

বিল গেটস।— ফাইল চিত্র

করোনা যুদ্ধে টিকা নিয়ে গবেষণা এবং তা ব্যাপক আকারে উৎপাদনের ক্ষেত্রে ভবিষ্যতে সমস্যার মুখে পড়তে পারে ভারত। এমনটাই আশঙ্কা করছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সোমবার ‘গ্র্যান্ড চ্যালেঞ্জেস অ্যানুয়াল মিটিং ২০২০’ নামক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত সম্পর্কে এই মন্তব্য করেন তিনি।

Advertisement

গেটসের মতে, গোটা দুনিয়ার গবেষকরাই এখন বিপুল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। সেই সম্পর্কে বলতে গিয়েই এ দিন রোগ নির্ধারণ এবং টিকা তৈরিতে নানা অসুবিধার কথা স্মরণ করিয়ে দেন তিনি। তাঁর মতে, গত দু’দশকে ভারত যে ভাবে জনস্বাস্থ্যের অগ্রগতি ঘটিয়েছে তা ‘অনুপ্রেরণা’ দেওয়ার মতো। কিন্তু তাঁর আশঙ্কা, করোনার মতো অতিমারিকে ঠেকাতে সমস্যার মুখে পড়বে ভারতের গবেষণা এবং টিকা উৎপাদন ব্যাবস্থা। বিশেষ করে ব্যাপক হারে টিকা উৎপাদনের ক্ষেত্রে এই অসুবিধা দেখা দিতে পারে বলে মনে করেন গেটস।

গেটসের মতে, করোনার এমআরএনএ টিকা তৈরির ক্ষেত্রে ‘দারুণ আশা’ দেখা দিয়েছে। তাঁর আশা, ‘‘হয়তো সর্বপ্রথম এমআরএনএ প্রযুক্তিতেই করোনার টিকা তৈরি হবে।’’ তবে সেই টিকা ব্যাপক হারে উৎপাদন করতে গেলে গবেষকদের যে বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে, সে কথাও বুঝিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় ফের জাতির উদ্দেশে ভাষণ মোদীর, কৌতূহল তুঙ্গে

রোগ নির্ধারণের বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবনের দিকেও জোর দেওয়ার কথা বলেছেন গেটস। তৈাঁর মতে, ‘‘রোগ নির্ধারণের পদ্ধতি আমাদের হতাশ করেছে।’’ উপসর্গহীন করোনা রোগীদের সম্পর্কে বলতে গিয়ে এ দিন মাইক্রোসফটের কর্ণধার বলেন, ‘‘বর্তমানে ব্যবসার মডেল হচ্ছে যাঁদের করোনার উপসর্গ আছে তাঁদের চিহ্নিত করা। কিন্তু আমাদের এটা বদলানো দরকার। আমাদের আরও সংবেদনশীল এবং সুনির্দিষ্ট ভাবে রোগ নির্ধারণ পদ্ধতির প্রয়োজন এবং যাতে এগুলি সহজে ব্যবহার করা যায় সে দিকেও খেয়াল রাখতে হবে।’’

আরও পড়ুন: বিহার বিধানসভার প্রথম দফার ভোটে কোটিপতি প্রার্থী ১৫৩

আগামী বছরের মধ্যে একাধিক করোনার টিকা বিজ্ঞানীদের হাতে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন গেটস। বিজ্ঞান যে গতিতে করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে এও বলছেন, ‘‘এখনও পর্যন্ত বিজ্ঞান যে গতিতেই চলুক না কেন, করোনা আমাদের চেয়ে কয়েক কদম এগিয়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন