SP

টিভিতে বিতর্ক সভায় হাতাহাতিতে জড়িয়ে দুই রাজনৈতিক নেতা!

তারপরই সমাজবাদী পার্টির নেতা অনুরাগ ভাদোরিয়া ঝাঁপিয়ে পড়লেন বিজেপি নেতা গৌরব ভাটিয়ার উপর। একটু সামলে গৌরবও ফিরতি হাত চালাচ্ছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৪
Share:

টিভি শো-তে এ ভাবেই হাতাহাতি করছেন দুই নেতা। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

নিউজ চ্যানেলের লাইভ বিতর্ক বদলে গেল দুই নেতার হাতাহাতিতে। গত শনিবার এমনই ঘটনার সাক্ষী হলেন একটি সর্বভারতীয় হিন্দি খবরের চ্যানেলের দর্শকরা। তাঁদের সেই হাতাহাতির সেই ভিডিয়ো টুইটারে আপলোড করেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ ভিডিয়োটি দেখেছেন ও নিন্দা করেছেন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গৌরব ও অনুরাগের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। তারপরই সমাজবাদী পার্টির নেতা অনুরাগ ভাদোরিয়া ঝাঁপিয়ে পড়লেন বিজেপি নেতা গৌরব ভাটিয়ার উপর। একটু সামলে গৌরবও ফিরতি হাত চালাচ্ছেন। আর অনুষ্ঠানে উপস্থিত বাকিরা তাঁদের আটকানোর চেষ্টা করছেন। কিন্তু তাঁদের বাধা অগ্রাহ্য করে হাতাহাতি করছেন ওই দু’জন।

হাতাহাতির ঘটনা এমন চরমে পৌঁছয় যে পুলিশে খবর দিতে হয়। পুলিশ এসে সমাজবাদী পার্টির নেতা অনুরাগ ভাদোরিয়াকে আটক করেছে।

Advertisement

আরও পড়ুন: শিবপালের সভায় হাজির মুলায়ম

এরপরই বিজেপি নেতা গৌরব ভাটিয়া টুইট করে বিষয়টি প্রকাশ করেছেন। টুইটে তিনি ‘এসপিকে গুন্ডে’ (#SPKeGunde) হ্যাশট্যাগটিও ব্যবহার করেছেন।

তবে ১৭ সেকেন্ডের এই ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে না কে প্রথম গায়ে হাত তুলেছে বা কী কথা নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন: সোয়াইন ফ্লু-র আতঙ্ক, বয়কট করা হল পুরো গ্রামকে!

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement