কাশ্মীর নয়, নজরে এখন হিন্দু ভোট

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ০৪:০২
Share:

কাশ্মীর নীতি চুলোয় যাক। আপাতত বিরোধী জোটকে আটকাতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত জাতীয়তাবাদের হাওয়া তুলে হিন্দু ভোটকে একজোট করতে চাইছে বিজেপি।

Advertisement

কাল জম্মু-কাশ্মীরে মেহবুবা মুফতির সঙ্গে জোট ভেঙেছে বিজেপি। আর আজই বিজেপি ঝাঁপিয়ে পড়েছে জাতীয়তাবাদ আর হিন্দুত্বের হাওয়া তুলতে। খোদ অমিত শাহের মুখে আজ ফিরে এল রামমন্দির থেকে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ। তাঁর দলের নেতারা কংগ্রেসের দিগ্বিজয় সিংহের ‘হিন্দু সন্ত্রাস’ মন্তব্যকে ঘিরে সাংবাদিক বৈঠকও করে ফেললেন। জম্মুতে বিজেপি সাংবাদিক সম্মেলন করে জানাল, অমিত শাহের সভাকে ঘিরে কী করে জাতীয়তাবাদের ঝড় তোলার চেষ্টা হবে।

এর সঙ্গেই অমিত শাহ নরেন্দ্র মোদীর ভাবমূর্তিও ফের ঘষামাজা শুরু করলেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে বিজেপি সভাপতি বললেন, ‘‘আমার গর্ব হয় নরেন্দ্র মোদীকে হারাতে সব দল একজোট হচ্ছে। নরেন্দ্র মোদী এতটা শক্তিশালী বলেই বাকি সকলকে হাত ধরতে হচ্ছে। নরেন্দ্র মোদীই বিশ্বে ভারতকে উচ্চতায় নিয়ে গিয়েছেন। পরের ভোটে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যখন প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্ন আসবে, আমার বিশ্বাস মানুষ মোদীকেই ফের বেছে নেবেন।’’ এ দিনই দিল্লিতে জমিয়তে উলেমায়ে হিন্দের ইদ মিলন উৎসবে অখিলেশ যাদব, তেজস্বী, অরবিন্দ কেজরীবাল, সীতারাম ইয়েচুরি, আহমেদ পটেলের মতো নেতারা হাজির হয়ে বিরোধী ঐক্যের ছবি তুলে ধরেছেন। বিরোধীদের এই মহাজোটকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘‘বিয়ের বয়স যদি ২১ হয় তবে কি এক বছরের ২১ জন শিশুকে হাজির করলে সমস্যা মিটে যাবে?’’

Advertisement

রাহুল গাঁধীর অনুরোধে আজ মনমোহন সিংহের নেতৃত্বে কংগ্রেস জম্মু-কাশ্মীর নিয়ে বৈঠক করে। কংগ্রেসের নেতারা জানান, কাশ্মীর নীতি নিয়ে বিজেপির মাথাব্যথা নেই। পিডিপি বিপরীত মেরুতে থেকেও শুধু ক্ষমতার লোভে সরকারে ছিল। এখন ভোটের অঙ্কেই জোট ছাড়ছে। অমিত শাহও আজ মেহবুবা সম্পর্কে নরম মনোভাবই দেখান। জানান, দুই দলই নিজেদের অবস্থান ছাড়েনি? কেনই বা ছাড়বে? জম্মু-কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত নেতা রাম মাধব তো এ-ও বলেন, ‘‘শিবসেনার থেকে ভালো চলেছে পিডিপির সঙ্গে জোট। মেহবুবারও রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে।’’

আজ বিতর্ক উস্কে দিয়েছেন কাল পর্যন্ত জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী থাকা বিজেপি নেতা কবীন্দ্র গুপ্ত। রাজ্যপাল শাসনের প্রেক্ষিতে তিনি বলেন, ‘‘বিজেপি কিছু একটা ভেবে দেখছে।’’ ওমর আবদুল্লার দাবি, বিজেপি দল ভাঙিয়ে সরকার গড়তে চাইছে। রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, ‘‘আমরা ঘোড়া কেনাবেচা করি না।’’ কংগ্রেসের গুলাম নবি আজাদের কথায়, ‘‘বিজেপি আগে কী করতে চায় খোলসা করুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন