BJP

BJP: মহারাষ্ট্রের পুরভোটে পরাজিত বিজেপি

বন্ধুত্বপূর্ণ লড়াই সামলেও বিজেপি-বিরোধী নির্বাচনী জোট মহা বিকাশ অগাড়ি ৯৭৬টি আসনে জয়লাভ করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ০৫:৫১
Share:

প্রতীকী ছবি।

মহারাষ্ট্রের ১০৬টি নগর পঞ্চায়েত নির্বাচনের অধিকাংশের দখল নিল বিজেপি-বিরোধী জোটের সদস্য দলগুলি। তবে একক দল হিসেবে সব চেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি, যাকে তারা বড় সাফল্য বলে তুলে ধরছে। মহারাষ্ট্রের নগর পঞ্চায়েত অনেক বাংলার ছোট পুরসভার মতো। সিটি কর্পোরেশন ও পঞ্চায়েতের মধ্যবর্তী স্তরে এর অবস্থান।

Advertisement

মোট ১০৬টি নগর পঞ্চায়েতের নির্বাচনে বিজেপি-বিরোধী মহা বিকাশ অগাড়ি-র সদস্য এনসিপি, শিবসেনা ও কংগ্রেস কোথাও কোথাও জোট বেঁধে এক আসনে এক জন প্রার্থী দিয়েছে, আবার বেশ কিছু জায়গায় তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছে। দিনের শেষে ফলাফল বলছে বিজেপি ২৪টি নগর পঞ্চায়েত দখল করেছে। মহা বিকাশ অগাড়ি-র এনসিপি ২৫টি, কংগ্রেস ১৮টি এবং শিবসেনা ১৪টি নগর পঞ্চায়েত জয় করেছে। ক্ষমতার বাইরে ২৬ মাস থাকার পরেও আসন সংখ্যার বিচারে এই মুহূর্তে তাঁরা মহারাষ্ট্রের একক বৃহত্তম শক্তি বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল। কারণ, সব নগর পঞ্চায়েত মিলিয়ে ১৮০২টির মধ্যে বিজেপি অন্য সব দলের চেয়ে বেশি ৪১৬টিতে জয়ী হয়েছে। এনপিসি ৩৭৮টি, শিবসেনা ৩০১ এবং কংগ্রেস ২৯৭টি আসনে জয়া হয়েছে। পাটিল যাই বলুন, বন্ধুত্বপূর্ণ লড়াই সামলেও বিজেপি-বিরোধী নির্বাচনী জোট মহা বিকাশ অগাড়ি ৯৭৬টি আসনে জয়লাভ করেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন