ফেসবুকে প্রচারে শীর্ষে বিজেপি

ফেসবুকে রাজনৈতিক ও জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিজ্ঞাপন দেওয়ার দৌড়ে বিজেপিই এগিয়ে বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০১:৫৬
Share:

প্রতীকী ছবি।

ফেসবুকে রাজনৈতিক ও জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিজ্ঞাপন দেওয়ার দৌড়ে বিজেপিই এগিয়ে বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম। তাদের দাবি, ৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের মধ্যে ওই খাতে প্রায় ৭০ শতাংশ আয়ই নরেন্দ্র মোদীর দল, বিজেপি-সমর্থিত বিভিন্ন পেজ ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেয়েছে ফেসবুক।

Advertisement

লোকসভা ভোটের আগে রাজনৈতিক বিজ্ঞাপন কারা দিচ্ছে, তার হিসেব রাখার জন্য আলাদা তথ্যভাণ্ডার (অ্যাড লাইব্রেরি) তৈরি করেছে ফেসবুক। সেই তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেব্রুয়ারি-মার্চে আড়াই হাজার পেজে ওই ধরনের অন্তত ৪ কোটি ১০ লক্ষ টাকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তার মধ্যে বিজেপি, বিজেপি-সমর্থিত পেজ ও কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন রয়েছে ২ কোটি ৭০ লক্ষ টাকার। এই বিজ্ঞাপনদাতার তালিকায় বিজেপির সরকারি পেজ ছাড়াও রয়েছে ‘নেশন উইথ নমো’-র মতো বিজেপি সমর্থিত পেজ। রয়েছে কেন্দ্রের ‘মাইগভইন্ডিয়া’-ও।

তুলনায় পিছিয়ে বিরোধীরা। বিরোধী বা তাঁদের সমর্থিত পেজের মধ্যে প্রথম সারিতে রয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সরকারি পেজ। তাতে সাড়ে আট লক্ষ টাকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কর্নাটক সরকারের উদ্যোগের ফেসবুক-প্রচারে প্রায় সাত লক্ষ টাকা খরচ হয়েছে।

Advertisement

আরও পড়ুন: চোর ফেরত দিল! বয়ান বদলে প্রশ্ন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন