Obscene Video

দলীয় নেত্রীর আপত্তিকর ভিডিয়ো প্রকাশ, অভিযুক্ত বিজেপি কাউন্সিলরকে গ্রেফতার করবে পুলিশ?

সম্প্রতি এক বিজেপি নেত্রী থানায় এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, তাঁকে বদনাম করতে তাঁর আপত্তিকর ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে ভাইরাল করাচ্ছেন বিজেপিরই এক কাউন্সিলর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মিরাট শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ১০:৪৩
Share:

ছবি: প্রতীকী।

ভুয়ো প্রোফাইল খুলে দলীয় নেত্রীর আপত্তিকর ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উত্তরপ্রদেশের মিরাটের এক বিজেপি কাউন্সিলর এবং এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। মহিলা নেত্রী গত ৬ জুন এফআইআর দায়ের করলেও এখনও অধরা অভিযুক্তেরা। মিরাট শহরের বিজেপি সভাপতি মুকেশ সিঙ্ঘল ঘটনার তীব্র নিন্দা করে পুলিশকে কঠোর পদক্ষেপ করার আবেদন করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ৬ জুন বিজেপির মহিলা নেত্রী এক বিজেপি কাউন্সিলর এবং এক কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। নেত্রীর অভিযোগ ছিল, তাঁকে বদনাম করার উদ্দেশ্যে ওই বিজেপি কর্মী তাঁর আপত্তিকর অবস্থার ভিডিয়ো তোলেন। তার পর সেই ভিডিয়ো দিয়ে দেন বিজেপি কাউন্সিলরকে। কাউন্সিলর ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে সেই ভিডিয়ো প্রকাশ করেন। ঘটনাচক্রে যা ভাইরাল হয়ে যায় পশ্চিম উত্তরপ্রদেশে।

মিরাট গ্রামীণের পুলিশ সুপার কেশব বাহাদুর বলেন, ‘‘আমরা আইটি আইনের বিভিন্ন ধারায় এফআইআর রুজু করেছি। অভিযুক্তদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। অভিযুক্ত বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ এসেছে। খুব দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে ফেলতে পারব বলে আশাবাদী আমরা।’’

Advertisement

মিরাট বিজেপির সভাপতি মুকেশ সিঙ্ঘল ঘটনাটিকে ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে আখ্যা দিয়ে বলেন, ‘‘এটা অত্যন্ত ঘৃণ্য কাজ। এর ফলে পশ্চিম উত্তরপ্রদেশে পার্টির নাম খারাপ হচ্ছে। আমি আশা করব, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে। পার্টিগত ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।’’

কিন্তু প্রশ্ন উঠছে, অভিযোগ দায়েরের পর এত দিন পেরিয়ে গেলেও কেন বিজেপি কাউন্সিলরকে গ্রেফতার করতে পারল না পুলিশ?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন