Jammu and Kahsmir

Terrorism: কাশ্মীরে বিজেপি নেতাকে কাছ থেকে গুলি করে মারল জঙ্গিরা, মৃত্যু স্ত্রীয়েরও

রসুল কুলগাঁওয়ের কিসান মোর্চার সভাপতি ছিলেন, ছিলেন অনন্তনাগ জেলার সভাপতি।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ১৭:৪৩
Share:

ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত

কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে মারল দুষ্কৃতীরা। সোমবার দিনের আলোয় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার লালচক এলাকায় বিজেপি নেতা গুলাম রসুল দার ও তাঁর স্ত্রীকে খুব কাছ থেকে গুলি করে জঙ্গিরা। ঘটনাস্থল থেকে তাঁদের দ্রুত করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। রসুল কুলগাঁওয়ের কিসান মোর্চার সভাপতি ছিলেন।এ ছাড়াও অনন্তনাগ জেলার সভাপতি ছিলেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, লস্কর জঙ্গিরা এই আক্রমণ চালিয়েছে। এই ঘটনার ঘণ্টাখানেক আগে পুঞ্চ জেলার একটি গুপ্ত ঘাঁটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে কাশ্মীর পুলিশ।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল স্বয়ংক্রিয় রাইফেল, পিস্তল, গ্রেনেড ও ২৫৭ রাইন্ড একে-৪৭-এর গুলি। পুলিশ মনে করছে, স্বাধীনতা দিবসের আগে এগুলির সাহায্যে বড় হামলার ছক কষেছিল জঙ্গিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন