মোদীকে নিয়ে টুইটে বিতর্ক

বিরোধীরা যে বাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন, আজ সকালে খোদ বিজেপি সভাপতি অমিত শাহের টিমের সহ-সভাপতি ওম মাথুরের টুইটে সেই ভাষাই বেরিয়ে এল। আর তা নিয়েই চরমে উঠল বিতর্ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মে ২০১৭ ০৪:২০
Share:

ফাইল চিত্র।

বিরোধীরা যে বাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন, আজ সকালে খোদ বিজেপি সভাপতি অমিত শাহের টিমের সহ-সভাপতি ওম মাথুরের টুইটে সেই ভাষাই বেরিয়ে এল। আর তা নিয়েই চরমে উঠল বিতর্ক।

Advertisement

আজ সকালে নরেন্দ্র মোদী ও অমিত শাহের ছবি দিয়ে ওম মাথুরের টুইটে লেখা হল, ‘‘ভারতমাতার সমস্যা কম নেই। কিন্তু তাঁর কিছু সন্তান (মোদী-শাহ) এত দ্রুত গতিতে চকমক করে ওঠেন যে সমস্যা দেখা বন্ধ হয়ে যায়।’’ প্রায় সঙ্গে সঙ্গেই টুইটটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিরোধী শিবিরে। কংগ্রেস বলতে শুরু করে, বিজেপির ভিতরেও সত্য কথা বলার সাহস এল তবে! কারণ, বিরোধীরা এতদিন এটাই বলে আসছে, সমস্যার এক চিলতে সমাধান আজ পর্যন্ত হয়নি। কিন্তু মোদী-শাহের বাকপটুতায় সেগুলি ঢাকার চেষ্টা হয় মাত্র।

ওম মাথুর দলের প্রভাবশালী নেতা। উত্তরপ্রদেশে সংগঠনকে শক্ত করতে এই নেতার উপরেই ভরসা রেখেছিলেন মোদী-শাহ। মোদী মন্ত্রিসভায় তাঁকে নিয়ে আসা কিংবা পরের বছর রাজস্থানের বিধানসভা নির্বাচনে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে সরিয়ে তাঁকে নিয়ে যাওয়ার জল্পনাও কম নয়। এ হেন ওম মাথুরের এই টুইট সকালে নজরে আসতেই শীড়ঃপীড়ার কারণ হয়ে দাঁড়ায়। ঘটনাচক্রে আজই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে এক মঞ্চে ছিলেন মাথুর। সেখানেই তাঁর কাছে ফোন যায়। তৎক্ষণাৎ সেই টুইট মুছে দেওয়ার নির্দেশ দেন মাথুর। ঘনিষ্ঠ মহলে জানান, আসলে সেই টুইট তিনি করেননি। তাঁর দফতরের কোনও কর্মী এই কাণ্ড বাধিয়েছেন।

Advertisement

আরও পড়ুন:শুধু তুলসীপাতা দিয়েছি: নয়না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন