BJP

উপনির্বাচনে এগিয়ে বিজেপি, বলছে সমীক্ষা

বুথফেরত সমীক্ষা সত্যি হলে বিজেপির মুখে হাসি ফুটবে ঠিকই, কিন্তু কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার স্বস্তির কারণ নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ০৪:১৮
Share:

প্রতীকী ছবি।

বিহারে যা-ই হোক, মধ্যপ্রদেশ, গুজরাত ও উত্তরপ্রদেশের উপনির্বাচনে বিজেপিরই এগিয়ে থাকার ইঙ্গিত দিল বুথফেরত সমীক্ষা। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র বুথফেরত সমীক্ষা অনুযায়ী, মধ্যপ্রদেশে ২৮টি আসনে বিধানসভা-র মধ্যে ১৬-১৮টি বিজেপি জিততে পারে। উত্তরপ্রদেশে ৭টি-র মধ্যে ৫-৬টিই বিজেপি জিতবে। গুজরাতে ৮টির মধ্যে ৫-৬টি জিতবে বিজেপি।

Advertisement

এই বুথফেরত সমীক্ষা সত্যি হলে বিজেপির মুখে হাসি ফুটবে ঠিকই, কিন্তু কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার স্বস্তির কারণ নেই। তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁর সঙ্গে কংগ্রেসের ২৫ জন বিধায়কও দল ছাড়েন। তার জেরেই মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের পতন হয়। যে ২৮টি আসনে উপনির্বাচন, তার মধ্যে ২৫টিতেই সিন্ধিয়ার অনুগামীদের পদত্যাগের জেরে ভোট হচ্ছে। ২৮টির মধ্যে ১৬টি আসনই তাঁর নিজের গ্বালিয়র-চম্বল এলাকার। বিজেপি সব মিলিয়ে ১৬-১৮টিতে জিতলে ধরে নেওয়া যায়, সিন্ধিয়া নিজের এলাকায় সবাইকে জিতিয়ে আনতে পারছেন না।

মধ্যপ্রদেশের ২৩০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিজেপির ১১৬ জন বিধায়ক দরকার। রয়েছে ১০৭ জন। বিজেপি মাত্র ৯টি আসন জিতলেই শিবরাজের সরকার সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক ছুঁয়ে ফেলবে। ১৬ থেকে ১৮টি আসনে জেতার অর্থ, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। তার পরেও সাবধানের মার নেই ভেবে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের শিবির চার জন নির্দল বিধায়ক ও দুই বিএসপি বিধায়কের সঙ্গে বৈঠকে বসেছেন। উপনির্বাচনেও বিএসপি একটি আসন পেতে পারে বলে ইঙ্গিত মিলেছে। কংগ্রেস ২৮টির মধ্যে ২৮টি পেলেই ফের ক্ষমতায় আসতে পারত। তেমন আশা কংগ্রেস নেতারা করেননি। কমলনাথ বরং শিবরাজও নিশ্চিন্তে নেই বলে কটাক্ষ করেছেন।

Advertisement

মধ্যপ্রদেশের মতোই গুজরাতে কংগ্রেসের বিধায়করা দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াতেই নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে ৭টি আসনে উপনির্বাচন হয়। কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা সাত জনের মধ্যে পাঁচজন প্রার্থী। বুথফেরত সমীক্ষা বলছে, বিজেপি ওই ৫-৬ টিই জিতবে। উত্তরপ্রদেশের উপনির্বাচনে ৭টির মধ্যে ২০১৭-র বিধানসভা ভোটে বিজেপি ৬টি জিতেছিল। এ বারও তেমনই ফল হতে চলেছে। এসপি ১-২টি জিততে পারে। বিএসপি একটি পেতে পারে, না-ও পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন