BJP

মুসলিম বিক্রেতাকে হুমকি বিধায়কের 

তুন বিতর্ক মাহোবা জেলার চারখারি কেন্দ্রের বিজেপি বিধায়ক ব্রিজভূষণ রাজপুতের ভিডিয়োকে ঘিরে। সেখানে দেখা যাচ্ছে, লখনউয়ে এক মুসলিম আনাজ বিক্রেতাকে হুমকি দিচ্ছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ০৪:১৪
Share:

বিজেপি বিধায়ক ব্রিজভূষণ রাজপুত।—ছবি সংগৃহীত।

উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি মুসলিমদের থেকে আনাজ না কেনার কথা বলে বিতর্ক বাধিয়েছিলেন। ফের যোগী-রাজ্যেই এক মুসলিম আনাজ বিক্রেতাকে হুমকি দিতে দেখা গেল দলের আর এক বিধায়ককে। ওই আনাজ বিক্রেতাকে হুঁশিয়ারি দিয়ে বিধায়ক জানান, তাঁকে আর এলাকায় দেখা গেলে মার খেতে হবে।

Advertisement

লকডাউনের মধ্যে দেওরিয়ার বিজেপি বিধায়ক তিওয়ারিকে বলতে শোনা গিয়েছিল, ‘‘মিয়াঁদের থেকে আনাজ কেনার দরকার নেই।’’ ওই মন্তব্যের পরে সুরেশকে শো-কজ করেছে দল। কিন্তু সাম্প্রদায়িক হুমকি শেষ হয়নি। নতুন বিতর্ক মাহোবা জেলার চারখারি কেন্দ্রের বিজেপি বিধায়ক ব্রিজভূষণ রাজপুতের ভিডিয়োকে ঘিরে। সেখানে দেখা যাচ্ছে, লখনউয়ে এক মুসলিম আনাজ বিক্রেতাকে হুমকি দিচ্ছেন তিনি। ব্রিজভূষণের দাবি, ওই আনাজ বিক্রেতা মুসলিম হলেও নিজের নাম রাজকুমার বলেছিলেন। ভিডিয়োতে ব্রিজভূষণকে বলতে শোনা গিয়েছে, ‘‘নিজের নাম ঠিক করে বলো। না হলে, মার খেতে হবে।’’ আনাজ বিক্রেতার সঙ্গে ছিল তাঁর নাবালক ছেলে। তারও নাম জিজ্ঞাসা করেন বিধায়ক। সে নিজেকে মুসলিম পরিচয় দেয়। ব্রিজভূষণ আনাজ বিক্রেতাকে হুমকি দেন, এলাকায় আর তাঁকে দেখা গেলে মার খেতে হবে। বিষয়টির পিছনে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ষড়যন্ত্র থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন ব্রিজভূষণ। তাঁর কথায়, ‘‘হিন্দু সেজে মুসলিম আনাজ বিক্রেতা ব্যবসা করছেন, এটা সাধারণ বিষয় নয়। এর তদন্ত হওয়া উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন