যোগীর রাজ্যে চালু সিএএ

এ নিয়ে জেলাশাসকদের নির্দেশও পাঠানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ০৪:১৬
Share:

সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ ইলাহাবাদে। ফাইল চিত্র।

উত্তরপ্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ বাস্তবায়িত করার কাজ শুরু করে দিল বিজেপি। এ নিয়ে জেলাশাসকদের নির্দেশও পাঠানো হয়েছে। আজই বিজেপি জোট শাসিত বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীও জানিয়েছেন, আগামী ১৫ মে থেকে সেই রাজ্যে এনপিআরের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে।

Advertisement

রবিবার উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) অবনীশ অবস্তী জানিয়েছেন, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা যে শরণার্থীরা নাগরিকত্ব ছাড়াই দীর্ঘ দিন ধরে উত্তরপ্রদেশে বসবাস করছেন, তাঁদের চিহ্নিত করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। অবস্তী বলেন, ‘‘এই প্রথম এ ধরনের তালিকা তৈরি হবে। একমাত্র ‘বৈধ’ শরণার্থীদেরই নাগরিকত্ব দেওয়া হবে।’’ অবস্তী জানান, উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, রামপুর, শাহজাহানপুর, নয়ডা এবং গাজিয়াবাদে পাকিস্তানি ও বাংলাদেশি শরণার্থীদের ভিড় বেশি। ওই সব এলাকার শরণার্থীদের তালিকাও তৈরি করা হবে। সূত্রের খবর, পাশাপাশি রাজ্যের মুসলিম শরণার্থীদের একটি তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হবে। তার পর তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হবে। যদিও এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

এ দিনই বিহারে সুশীল মোদী জানান, রাজ্যে মে মাসে এনপিআরের কাজ শুরু হবে। কোনও আধিকারিক কাজ করতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে। তাঁর এই বিবৃতিতে ক্ষুব্ধ জেডিইউ নেতা শ্যাম রজক। তাঁর বক্তব্য, এ ধরনের ঘোষণা শুধু মাত্র মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই করতে পারেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন