এনআরসির খসড়াছুটদের পুনরায় আবদনের ক্ষেত্রে ঘোষিত নথি তালিকার পাঁচটি নথিকে বাদ রাখার যে সুপারিশ কোঅর্ডিনেটিং অফিসার প্রতীক হাজেলা সুপ্রিম কোর্টের কাছে সুপারিশ করেছেন তা বিজেপি মানবে না বলে জানিয়ে দিল। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় হাজেলা জানিয়েছেন: ১৯৫১ সালের নাগরিক পঞ্জি, ১৯৭১ সালের ভোটার তালিকা, নাগরিকত্ব সংক্রান্ত নথি, শরণার্থী প্রমাণপত্র ও রেশন কার্ড—এই পাঁচটি নথি দাবি, আপত্তিও শুদ্ধকরণ প্রক্রিয়ায় জমা দেওয়া চলবে না। প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিৎ দাস আজ জানান, বিজেপি সুপ্রিম কোর্টে হাজেলার ওই সুপারিশের তীব্র বিরোধিতা করবে।
রঞ্জিৎবাবু জানান, চূড়ান্ত খসড়া থেকে বহু প্রকৃত ভারতীয়ের নাম বাদ গিয়েছে। এই পরিস্থিতিতে হাজেলার সিদ্ধান্ত হঠকারি। তিনি জানান, রাজ্যের নেতারা কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন। দিল্লিতে দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠকেও সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, ওই সুপারিশের তীব্র বিরোধিতা করে প্রস্তাব দেবে দল। তিনি বলেন, ‘‘আমরা সব সময় প্রকৃত ভারতীয়দের পক্ষে। হাজেলার সুপারিশ রাজ্যবাসীকে বিভ্রান্ত, আতঙ্কিত করেছে।’’ শাসক দলের প্রধানের দাবি, ‘‘কোন যুক্তিতে এই নথিগুলি হাজেলা বাদ দিচ্ছেন তা আমরা জানতে চাই!’’