কালো টাকার হদিস দিন, হাতে হাতে নিয়ে যান ৫ কোটি

শুক্রবারই তিন রকমের আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। ‘বেনামি লেনদেন সংক্রান্ত তথ্য প্রদানকারীদের পুরস্কার যোজনা, ২০১৮’ ঘোষণা করেছে ‘সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস’ (সিবিডিটি)।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০৩:২৫
Share:

বিদেশ থেকে কালো টাকা ফেরত এনে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। অবশ্য তা পূরণ না হওয়ায় এখন বিরোধীদের কটাক্ষ শুনতে হয় তাঁকে। এরই মধ্যে মোদী সরকারের সিদ্ধান্ত, কালো টাকা বা বেনামি সম্পত্তির হদিস দিলে ইনাম পাবেন সংবাদদাতা। গোপন রাখা হবে তাঁর পরিচয়ও।

Advertisement

শুক্রবারই তিন রকমের আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। ‘বেনামি লেনদেন সংক্রান্ত তথ্য প্রদানকারীদের পুরস্কার যোজনা, ২০১৮’ ঘোষণা করেছে ‘সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস’ (সিবিডিটি)। তাতে বলা হয়েছে, যে কোনও রকম বেনামি লেনদেন বা সম্পত্তির খোঁজ দিলেই ইনাম মিলবে ১ কোটি টাকা পর্যন্ত। আবার বিদেশে পাচার করা কালো টাকার খবর দিলে পুরস্কারের অঙ্কটা বেড়ে যাবে ৫ কোটি টাকা পর্যন্ত। ভারতে আয় বা সম্পত্তিকর ফাঁকির খবর দিলেও আছে ইনামের বন্দোবস্ত। আয়কর দফতর জানিয়েছে, এ ক্ষেত্রে মিলতে পারে ৫০ লক্ষ টাকা পর্যন্ত। বদল আনা হয়েছে আয়করের তথ্য প্রদানকারী সংক্রান্ত আইনেও।

সরকারি তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বেআইনি টাকা লেনদেন, বেআইনি সম্পত্তি ও সেই সম্পত্তি থেকে গোপন লগ্নিকারীদের আয় সংক্রান্ত তথ্য দিতে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যই এমন পুরস্কারের ভাবনা। বেনামি লেনদেনের খবর দেওয়া যাবে আয়কর দফতরের অধীন ‘বেনামি প্রতিরোধ ইউনিট’ (বিপিইউ)-এর যৌথ বা অতিরিক্ত কমিশনারদের কাছে। তথ্য দিতে পারবেন বিদেশিরাও। আয়কর দফতর সূত্রে বলা হচ্ছে, বিদেশি ‘সূত্রদের’ কাছে পুরস্করমূল্যটা আকর্ষণীয় হবে বলে মনে করেই তা ৫ কোটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন