জলন্ধরে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে হামলা। ছবি: সংগৃহীত।
পঞ্জাবের জলন্ধরে বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাসভবনের বাইরে গ্রেনেড হামলা! সোমবার গভীর রাতে ওই বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞ দলও। কে বা কারা ওই হামলা চালাল, জানতে শুরু হয়েছে তদন্ত।
স্থানীয়দের দাবি, বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করেই গ্রেনেড হামলা হয়েছে। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জলন্ধরের ডেপুটি পুলিশ কমিশনার মনপ্রীত সিংহ। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, এটি গ্রেনেড হামলা না কি অন্য কিছু, তা এখনই বলা যাচ্ছে না। ডিসিপি জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর রিপোর্ট দেবে ফরেন্সিক দল। তার পরেই কী হয়েছে তা জানা যাবে। অন্য দিকে, জলন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর সংবাদমাধ্যমকে বলেন, ‘‘রাত ১টা নাগাদ আমরা বিস্ফোরণের খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশের একটি দল। পৌঁছোয় ফরেন্সিক দলও। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করছি।’’
বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হল। তখন আমি ঘুমোচ্ছিলাম। প্রথমে ভাবলাম হয়তো বজ্রপাতের শব্দ। পরে আমাকে জানানো হল যে বাড়ির বাইরেই একটা বিস্ফোরণ হয়েছে। এর পরেই তড়িঘড়ি নিজের দেহরক্ষীকে থানায় পাঠালাম। পুলিশ তদন্ত শুরু করেছে। ফরেন্সিক বিশেষজ্ঞেরাও এসেছেন।’’