মুম্বইয়ের অদূরে নৌকায় আগুন। ছবি: এক্স।
মহারাষ্ট্রের আলিবাগের কাছে একটি নৌকায় আগুন। আশপাশের অন্য নৌকার মৎস্যজীবীদের সক্রিয়তায় রক্ষা পেলেন ওই নৌকার ১৮ থেকে ২০ জন সওয়ারি। তাঁরা নৌকায় চেপে সমুদ্রে মাছ ধরতেই বেরিয়েছিলেন। শুক্রবার ভোর ৩টে থেকে ৪টের মধ্যে এই ঘটনা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছিল।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে আলিবাগের কাছে আগুন লাগে নৌকাটিতে। কয়েক জনের চোখে পড়তে তাঁরা সতর্ক করেন উপকূলরক্ষী বাহিনীকে। যে নৌকায় আগুন লেগেছিল, সেটিকে দ্রুত সমুদ্রের তীরে নিয়ে আসা হয়। নৌকায় তখন ছিলে ১৮ থেকে ২০ জন মৎস্যজীবী। তাঁদের উদ্ধার করে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা।
পুলিশ জানিয়েছে, নৌকার ভিতরে বেশ কয়েকটি জাল ছিল। সে কারণে আগুন অনেক দ্রুত ছড়িয়ে পড়েছে। নৌকাটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, নৌকায় দাউদাউ করে আগুন জ্বলছে। কালো ধোঁয়া বেরিয়ে আসছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৌকাটি সাকারাক্ষী গ্রামের রাকেশ মূর্তির। তাঁর সঙ্গে কথা বলছে পুলিশ।