Body Recovered

অফিস থেকে উদ্ধার সংবাদ উপস্থাপিকার দেহ! রাতেই বন্ধুর বাড়িতে গিয়েছিলেন আইবুড়োভাত খেতে

আগামী ৫ ডিসেম্বর বিয়ে ঋতুমণির। বিয়ের কার্ড বিলি শুরু হয়েছে। রবিবার এক বন্ধুর বাড়িতে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২০:৫৭
Share:

— প্রতীকী চিত্র।

বিয়ের কার্ড বিলি হয়ে গিয়েছে। আত্মীয়-বন্ধুদের বাড়িতে শুরু হয়ে গিয়েছে বিয়ের আচার অনুষ্ঠান। তার মাঝেই সংবাদ পোর্টালের সঞ্চালিকার দেহ উদ্ধার হল। সোমবার সকালে অসমের গুয়াহাটিতে ওই পোর্টালের দফতরেই মিলেছে ঋতুমণি রায় নামে তরুণীর দেহ। পুলিশ বলছে, আত্মহত্যা করেছেন তিনি।

Advertisement

আগামী ৫ ডিসেম্বর বিয়ে ঋতুমণির। বিয়ের কার্ড বিলি শুরু হয়েছে। রবিবার এক বন্ধুর বাড়িতে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলেন তিনি। তার পরে রাতে গিয়েছিলেন সংবাদ পোর্টালের দফতরে। সোমবার সকালে সেই দফতর থেকেই উদ্ধার হল ঋতুমণির দেহ।

দফতর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে ঋতুমণি লিখেছেন, ‘‘সবার ভালর জন্যই এ সব। ক্ষমাপ্রার্থী।’’ এর আগে অসমের আরও কয়েকটি পোর্টালে কাজ করেছেন ঋতুমণি। পরিবারের একটি সূত্র বলছে, আর্থিক সমস্যার কারণেই এই পদক্ষেপ করেছেন ঋতু। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement