প্রতিরক্ষা বরাতে বঞ্চিত নয়া সংস্থা, দাবি অম্বানীর

প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন সংস্থাগুলিকে সুযোগ দেওয়া হচ্ছে না বলে দাবি করলেন শিল্পপতি অনিল অম্বানী। তাঁর মতে, ওই ক্ষেত্রে প্রতিযোগিতা যাতে না বাড়ে তা নিশ্চিত করতে সক্রিয় কিছু কায়েমি স্বার্থ। তারা ‘অভিজ্ঞতার অভাব’কে অজুহাত করে নয়া সংস্থাগুলির কাজে বাধা দিচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ০২:৫৩
Share:

প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন সংস্থাগুলিকে সুযোগ দেওয়া হচ্ছে না বলে দাবি করলেন শিল্পপতি অনিল অম্বানী। তাঁর মতে, ওই ক্ষেত্রে প্রতিযোগিতা যাতে না বাড়ে তা নিশ্চিত করতে সক্রিয় কিছু কায়েমি স্বার্থ। তারা ‘অভিজ্ঞতার অভাব’কে অজুহাত করে নয়া সংস্থাগুলির কাজে বাধা দিচ্ছে।

Advertisement

গোয়ায় প্রতিরক্ষা সরঞ্জামের এক প্রদর্শনীতে আজ যোগ দেন রিলায়্যান্স ডিফেন্সের কর্ণধার অনিল অম্বানী। প্রতিরক্ষা ক্ষেত্রে ৪৯ শতাংশ পর্যন্ত সরাসরি বিদেশি লগ্নিতে ছাড়পত্র দিয়েছে নরেন্দ্র
মোদী সরকার। তার পরেই বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগের চুক্তি করেছে অনিলের সংস্থা। এ
দিনও ইজরায়েলের সংস্থা রাফায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষেপণাস্ত্র ও
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) তৈরির কথা ঘোষণা করেছে রিলায়্যান্স। কিন্তু এখনও প্রতিরক্ষা ক্ষেত্রের কোনও বরাত পায়নি তারা।

অনিলের মতে, ‘‘অভিজ্ঞতাই ব্যবসার ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হতে পারে না। তা হলে আজ তথ্যপ্রযুক্তি, টেলিকম, গাড়ি শিল্পের চেহারা অন্য রকম হতো।’’ তাঁর কথায়, ‘‘আমার বাবা ধীরুভাই অম্বানী কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন না। তাঁর তেল-গ্যাস শিল্পে কোনও অভিজ্ঞতাও ছিল না। কিন্তু তিনি বিশ্বের সব চেয়ে বড়় তেল ও গ্যাস সংস্থা তৈরি করেছিলেন। অভিজ্ঞতাই একমাত্র মাপকাঠি হলে রিলায়্যান্সের অস্তিত্ব থাকত না।’’

Advertisement

অনিলের দাবি, কিছু কায়েমি স্বার্থ প্রতিরক্ষা ক্ষেত্রে ইতিমধ্যেই সক্রিয় সংস্থাগুলির হয়ে কাজ করছে। তারাই নয়া সংস্থাগুলিকে বরাত পাওয়ার পথে বাধা। যুদ্ধের ভাষায় বলতে গেলে, তারা প্রতিযোগিতাকে খুন করতে ফাঁদ (বুবি ট্র্যাপ) তৈরি করছে। তা ছাড়়া সরকারি নীতিও আরও স্পষ্ট হওয়া প্রয়োজন।

অনিলের সঙ্গে একমত প্রতিরক্ষা শিল্পের বড় অংশই। এক প্রতিরক্ষা সংস্থার শীর্ষ কর্তার কথায়, ‘‘রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি অধিকাংশ ক্ষেত্রেই সময়ে কাজ শেষ করতে পারে না। ফলে শেষ পর্যন্ত বরাত চলে যাচ্ছে বিদেশি সংস্থার হাতে। তা হলে ভারতীয় সংস্থাকে বরাত দিতে ক্ষতি কী?’’ তাঁর মতে, প্রতিরক্ষা মন্ত্রকের একাংশ মনে করে ডুবোজাহাজ বা যুদ্ধবিমান তৈরির মতো অভিজ্ঞতা রিলায়্যান্সের নেই।

সংবাদ সংস্থা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন