ব্রজপুরে কলেজ, ধন্দে সরকার

ভোট মিটতেই ঝোলা থেকে উদ্বোধনের বেড়াল বেরিয়ে পড়ল। অসম বিধানসভা ভোটের আগে হাইলাকান্দিতে একটি মডেল কলেজের শিলান্যাস করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০৩:০৩
Share:

ভোট মিটতেই ঝোলা থেকে উদ্বোধনের বেড়াল বেরিয়ে পড়ল। অসম বিধানসভা ভোটের আগে হাইলাকান্দিতে একটি মডেল কলেজের শিলান্যাস করা হয়েছিল। কিন্তু সেটা যে স্রেফ ভোটের জন্য লোক দেখানো সরকারি অনুষ্ঠান ছিল, আজ তা স্পষ্ট হয়ে গেল রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে।

Advertisement

হাইলাকান্দির এআইইউডিএফ বিধায়ক আনোয়ার হুসেন লস্কর বিধানসভায় জানতে চেয়েছিলেন, গত ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ হাইলাকান্দির ব্রজপুরে শিলান্যাস করা মডেল কলেজের নির্মাণ কাজ কবে শুরু হবে? এবং কত দিনের ভিতর এই কলেজ কাজ শুরু করবে? বিধায়কের এই প্রশ্নের জবাবে রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, পূর্ত বিভাগের নির্মাণ শাখার কাছে এই মডেল কলেজের শিলান্যাসের ব্যাপারে পর্যাপ্ত তথ্য নেই। কাজ শুরুর ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, এ সংক্রান্ত প্রক্রিয়াগুলি সম্পূর্ণ হলে তবেই নির্মাণকাজ শুরু হবে। মডেল কলেজের স্থান নির্ধারণ-সহ অন্যান্য পরিকাঠামোগত সমস্যার জন্য এই কলেজের কাজ করা যাচ্ছে না। সে সব ক্রটি দূর হলে তারপরেই কলেজের নির্মাণ শুরু হবে।

বিধানসভায় বিভাগীয় মন্ত্রীর এহেন উত্তর শুনে বিভ্রান্ত হাইলাকান্দির মানুষ। তাঁদের প্রশ্ন, কী ভাবে ভোটের আগে সরকারি ভাবে এই প্রতিষ্ঠানটির শিলান্যাস করা হল। কারণ, রাজ্য সরকারের শিক্ষা বিভাগের সংসদীয় সচিব রেকিবুদ্দিন আহমেদ সেদিন হাইলাকান্দির এই মডেল কলেজের শিলান্যাস করেছিলেন। এই অনুষ্ঠানে জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেদিনের সেই অনুষ্ঠানে হাইলাকান্দির জেলাশাসকের প্রতিনিধি হিসেবে দু’জন আধিকারিকও উপস্থিত ছিলেন। ভোটের রাজনীতি করার জন্য তখনকার কংগ্রেস সরকার হাইলাকান্দির মানুষকে শিলান্যাসের নামে বোকা বানিয়েছিলেন বলে বিধায়ক আনোয়ার হুসেন লস্কর মন্তব্য করেন। সেদিনের অনুষ্ঠানে রেকিবুদ্দিন আহমেদ ছাড়াও হাইলাকান্দি জেলা পরিষদের সভাপতি এনামউদ্দিন লস্কর, কংগ্রেস নেতা হিলালউদ্দিন লস্কর প্রমুখ উপস্তিত ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement