Temple

মকর সংক্রান্তির জন্য আড়াই হাজার কেজি ঘি দিয়ে তৈরি হল দেবী মূর্তি

এই মূর্তি তৈরির পর পবিত্র জল দিয়ে মূর্তিকে ১০১ বার পরিশুদ্ধ করেছেন মন্দিরের প্রধান পুরোহিত

Advertisement

সংবাদ সংস্থা

কাঙরি শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৭:৪৬
Share:

হিমাচল প্রদেশের ব্রজেশ্বরী মন্দির। ছবি শাটারস্টকের সৌজন্যে।

দেশ জুড়ে মকর সংক্রান্তির উদ্‌যাপনের মধ্যেঅন্যতম আকর্ষণ হিমাচল প্রদেশের ব্রজেশ্বরী মন্দির। সংক্রান্তির দিন ওই মন্দিরে বসানো হবে আড়াই হাজার কেজি ঘি দিয়ে তৈরি দেবীর মূর্তি। হিমাচলের প্রদেশের কাঙরিরে হিন্দু দেবীর এই মূর্তি রয়েছে।

Advertisement

ব্রজেশ্বরী মন্দিরের কর্তৃপক্ষের থরফে নীলম রাণা জানিয়েছেন, ‘‘ব্রজেশ্বরী দেবীর এই মূর্তি তারি করা হয়েছে ২ হাজার ৫০০ কেজি ঘি দিয়ে। এই মূর্তি তৈরির পর পবিত্র জল দিয়ে মূর্তিকে ১০১ বার পরিশুদ্ধ করেছেন মন্দিরের প্রধান পুরোহিত। মকর সংক্রান্তির দিন অর্থাত্ মঙ্গলবার সকালে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির।’’

হিমাচল প্রদেশের এই মন্দির খুব বিখ্যাত। পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে প্রচুর ভক্ত ব্রজেশ্বরী দেবীকে দর্শন করতে আসেন।

Advertisement

আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার ফল ফেব্রুয়ারিতে

ঘি দিয়ে তৈরি এই দেবীমূর্তি ২০ জানুয়ারি বেদী থেকে নামানো হবে বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। দেবীকে নামানোর পর মূর্তি তৈরিতে ব্যবহৃত ঘি প্রসাদ হিসাবে বিতরণ করা হবে ভক্তদের মধ্যে। বিশ্বাস করা হয় মূর্তির তৈরিতে ব্যবহৃত এই ঘি গাঁটে ব্যাথা ও বিভিন্ন চর্মরোগকে সারিয়ে দেয়।

কথিত আছে, দানবদের সঙ্গে যুদ্ধের সময় আহত হওয়ার পর মকর সংক্রান্তির দিনেই ক্ষতস্থান নিরাময়ের জন্য ঘি লাগিয়েছিলেন দেবী। তারপর থেকেই এই প্রথা চলে আসছে।

আরও পড়ুন: শবরীমালা নিয়ে অবস্থান বদলালেন রাহুল

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন