টুকরো খবর

অসমের প্রকৃতি, সংস্কৃতি ও বন্যপ্রাণকে রং-তুলিতে ফুটিয়ে তুলে ষষ্ঠ ‘ডুডল ফর গুগল’ প্রতিযোগিতায় প্রথম হওয়া পুণের ছাত্রী বৈদেহী রেড্ডিকে অসম ভ্রমণ ও তাঁর সঙ্গে প্রাতরাশে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। দেশের ১৭০০ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিশু দিবসে গুগল-ডুডল প্রতিযোগিতার আয়োজন করেছিল গুগল। বিষয় ছিল: তুমি কোথায় বেড়াতে যেতে চাও।

Advertisement
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৪ ০২:৫০
Share:

গুগলে অসম, পুণের ছাত্রীকে ডাক গগৈয়ের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

Advertisement


পুণের ছাত্রী বৈদেহীর আঁকা এই ছবিকেই ডুডল করেছে গুগল।

অসমের প্রকৃতি, সংস্কৃতি ও বন্যপ্রাণকে রং-তুলিতে ফুটিয়ে তুলে ষষ্ঠ ‘ডুডল ফর গুগল’ প্রতিযোগিতায় প্রথম হওয়া পুণের ছাত্রী বৈদেহী রেড্ডিকে অসম ভ্রমণ ও তাঁর সঙ্গে প্রাতরাশে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। দেশের ১৭০০ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিশু দিবসে গুগল-ডুডল প্রতিযোগিতার আয়োজন করেছিল গুগল। বিষয় ছিল: তুমি কোথায় বেড়াতে যেতে চাও। ১২টি নক্শা ফাইনালে পৌঁছয়। সেখানেই বাঘ, গন্ডার, জাপি, বিহুর ছবিতে সমৃদ্ধ বৈদেহীর আঁকা ছবিটি সেরার সেরা মনোনীত হয়। আজ, শিশু দিবসে দিনভর গুগ্ল হোম পেজে বৈদেহীর আঁকা ‘অসমীয়’ গুগল-এর নক্শা দেখা গিয়েছে। বৈদেহীর ছবির শিরোনাম ছিল, ‘অসমআ ন্যাচারাল অ্যান্ড কালচারাল প্যারাডাইস।’ অসমকে দেশ তথা বিশ্বের দরবারে এইভাবে তুলে ধরায় পুণে সৈনিক স্কুলের নবম শ্রেণির বৈদেহীকে নিয়ে উচ্ছ্বসিত গগৈ। মুখ্যমন্ত্রী বলেন, “অসমের প্রকৃতি ও বন্যপ্রাণকে এই ভাবে গুগলের বৃহত্তর ক্যানভাসে পৌঁছে দেওয়ায় অসমবাসীর পক্ষ থেকে বৈদেহীকে অভিনন্দন। আমি রাজ্য সরকারের তরফ থেকে সপরিবারে বৈদেহীর অসম সফরের দায়িত্ব নিচ্ছি। সেই সঙ্গে, একদিন ওর সঙ্গে প্রাতরাশও করতে চাই।”

Advertisement

বিশেষ দূত ফারহান

সংবাদ সংস্থা • রাষ্ট্রপুঞ্জ

ক্ষমতায়ন এবং নারী-পুরুষের সমানাধিকারের লক্ষ্যে কাজ করতে দক্ষিণ এশিয়ায় রাষ্ট্রপুঞ্জের বিশেষ দূত নির্বাচিত হলেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার। এমা ওয়াটসন, অ্যাঞ্জেলিনা জোলির পর প্রথম এই ভূমিকায় কোনও পুরুষকে নির্বাচন করা হল। রাষ্ট্রপুঞ্জের এই ঘোষণার পরে টুইট করেছেন ফারহান। লিখেছেন, “এই সম্মানের জন্য গর্বিত।”

ফিরছে সুখোই

এক সপ্তাহের মধ্যেই আকাশে ফিরবে বায়ুসেনার আধুনিক সুখোই-৩০ বিমান। শুক্রবার জানিয়েছেন বায়ুসেনা প্রধান অরূপ রাহা। ১৪ অক্টোবর পুণের বায়ুসেনা ঘাঁটিতে নামার সময়ে হঠাৎ একটি সুখোই-৩০ বিমানে গোলযোগ দেখা দেয়। বিমানটি ভেঙেও পড়ে। রাশিয়ার সঙ্গে সহযোগিতায় তৈরি ওই বিমানের ত্রুটি খুঁজতে ডাকা হয় সে দেশের বিশেষজ্ঞদের। বায়ুসেনা প্রধান জানিয়েছেন, “দুর্ঘটনার তদন্ত প্রায় শেষ। কারণও জানা গিয়েছে বলেই আমাদের বিশ্বাস। এক সপ্তাহের মধ্যেই ফের ওই বিমান উড়তে শুরু করবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement