টুকরো খবর

এক মাসেরও বেশি সময় ধরে শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি চলছে জম্মু ও কাশ্মীরে। স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি নীচে নেমে যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় তুষারপাত বা বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা না আসা পর্যন্ত উপত্যকার বাসিন্দাদের এ রকম আবহাওয়ার মধ্যে দিয়েই যেতে হবে। ক্যাসপিয়ান সাগরে উদ্ভূত হয়ে আফগানিস্তান এবং পাকিস্তান হয়ে কাশ্মীর উপত্যকায় প্রবেশ করে এই পশ্চিমী ঝঞ্ঝা। আর এর কারণেই কাশ্মীরে তুষারপাত বা বৃষ্টি হয়ে থাকে।

Advertisement
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ০২:৩০
Share:

কাশ্মীরে শৈত্য প্রবাহ
সংবাদ সংস্থা • শ্রীনগর

Advertisement


চলছে বরফ সরানোর কাজ। রবিবার কুলুর রাস্তায়। ছবি: পিটিআই

এক মাসেরও বেশি সময় ধরে শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি চলছে জম্মু ও কাশ্মীরে। স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি নীচে নেমে যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় তুষারপাত বা বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা না আসা পর্যন্ত উপত্যকার বাসিন্দাদের এ রকম আবহাওয়ার মধ্যে দিয়েই যেতে হবে। ক্যাসপিয়ান সাগরে উদ্ভূত হয়ে আফগানিস্তান এবং পাকিস্তান হয়ে কাশ্মীর উপত্যকায় প্রবেশ করে এই পশ্চিমী ঝঞ্ঝা। আর এর কারণেই কাশ্মীরে তুষারপাত বা বৃষ্টি হয়ে থাকে। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে প্রচণ্ড শৈত্য প্রবাহ শুরু হয়েছে কাশ্মীরে। স্থানীয় ভাষায় এই অবস্থাকে “চিল্লাই কালান’’ বলে। আগামী ৪০ দিন এই পরিস্থিতি চলবে। তার পরের কুড়ি দিন চলবে “চিল্লাই খুর্দ।” আর তার পরের দশ দিন “চিল্লাই বাচা।” প্রত্যেক বছর “চিল্লাই কালানে”র প্রথম দিকে ভারী তুষারপাত হয়ে থাকে। কিন্তু এ বছর তার কোনও সম্ভাবনা নেই।

Advertisement

কেন্দ্রের সমালোচনা করলেন প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি


ধুবুড়িতে একটি সভায় প্রধানমন্ত্রীর ভাই।

কেন্দ্র সরকারের তরফে যথাযথ সাহায্য না মেলায় ন্যায্য মূল্যের রেশনের দোকানের ডিলাররা বিপাকে পড়েছেন বলে অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই তথা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপডিলার ফেডারেশনের সহ-সভাপতি প্রহ্লাদ ভাই মোদী। রবিবার কোঁকরাঝাড় জেলার বালাজানতিনআলি গৌরাঙ্গ হাইস্কুলের খেলার মাঠে অল বরো ল্যান্ড ফেয়ার প্রাইস শপডিলার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সভায় তিনি ওই অভিযোগ তুলেছেন। প্রহ্লাদবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ভাই। তাঁর বক্তব্যের আগে সভায় এ ব্যাপারে বক্তব্য রাখেন ফেডারেশনের সম্পাদক বিসম্বর বসু। বিসম্বরবাবু এ দিন সভায় বক্তব্যে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলেন, “সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কেন্দ্র উদাসীন। রেশনের দোকানের ডিলাররা যথাযথ কমিশন পাচ্ছেন না। ন্যায্য মূল্যে বাসিন্দাদের যে কেরোসিন তেল সরবরাহ করা হয় কেন্দ্র তা বন্ধ করে দিতে চাইছে। ডিলারদের দীর্ঘদিনের বিভিন্ন দাবিদাওয়া আদায়ে ইউপিএ সরকারও কিছু করতে পারেনি। এই সরকারও এখন পর্যন্ত সদর্থক কোনও ভূমিকা নেয়নি।” প্রহ্লাদ ভাই মোদী বক্তব্যে দিতে গিয়ে বলেন, “গুজরাতে আমার নিজেরও ন্যায্য মূল্যের রেশনের দোকান রয়েছে। সেখান থেকে অনেক গরিব বাসিন্দা উপকৃত হন। কেন্দ্র সরকারের থেকে যথাযথ সাহায্য না মেলায় একদিকে যেমন বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন তেমনই ডিলাররা বিপাকে পড়ছেন। প্রয়োজন হলে এ ব্যাপারে ভাইয়ের সঙ্গে কথা বলব। তার পরেও প্রয়োজন হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করব।” সভায় উপস্থিত ছিলেন সারা অসম ফেয়ার প্রাইস শপডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় দাস, সম্পাদক হেমন্ত ডেকা।

ধর্ষণ, ধৃত ৪
সংবাদ সংস্থা • বেঙ্গালুরু

বছর সাতের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে চার নাবালককে গ্রেফতার করল পুলিশ। কর্নাটকের ঘটনা। পুলিশ জানিয়েছে, মা-বাবা মুম্বইয়ে থাকলেও, ঠাকুমার সঙ্গে থাকত মেয়েটি। অভিযোগ, গত শুক্রবার তাকে ধর্ষণ করে চার জন। এদের মধ্যে তিন জন ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। এক জন অষ্টম শ্রেণির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন