British Fighter Jet

কেরলের বিমানবন্দরে হঠাৎ নেমে এল ব্রিটিশ যুদ্ধবিমান! কেন জরুরি অবতরণ? খবর পেয়ে তৎপর ভারতীয় বায়ুসেনা

কেরলের বিমানবন্দরে আচমকাই নেমে এল ব্রিটেনের যুদ্ধবিমান। শনিবার রাতে কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ব্রিটেন সেনাবাহিনীর ‘এফ-৩৫বি’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৫:৪৪
Share:

কেরলের বিমানবন্দরে জরুরি অবতরণ করল ব্রিটিশ যুদ্ধবিমান। ছবি: পিটিআই।

কেরলের বিমানবন্দরে আচমকাই নেমে এল ব্রিটেনের যুদ্ধবিমান। শনিবার রাতে কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ব্রিটেন সেনাবাহিনীর ‘এফ-৩৫বি’। খবর পেয়েই তৎপর ভারতীয় বায়ুসেনা।

Advertisement

ভারতের বায়ুসেনা জানিয়েছে, ভারত মহাসাগরে ভারত এবং ব্রিটেনের নৌসেনার যৌথ মহড়া চলছিল। সেই মহড়ায় যোগ দিয়েছিল ব্রিটেনের যুদ্ধজাহাজ ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’। ‘এফ-৩৫বি’ যুদ্ধবিমানটি ওই যুদ্ধজাহাজেরই অংশ। জ্বালানি কম থাকার দরুণ সেটির জরুরি অবতরণের প্রয়োজন পড়ে। কিন্তু খারাপ আবহওয়ার কারণে সেটি ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’ যুদ্ধবিমান পর্যন্ত পৌঁছোতে পারেনি। তার আগেই কেরলের বিমানবন্দরে সেটিকে জরুরি অবতরণ করানো হয়।

সামরিক বিশেষজ্ঞদের মত, ‘এফ-৩৫বি’ উন্নতমানের যুদ্ধবিমান। অত্যন্ত সংকীর্ণ জায়গার মধ্যে থেকেও সেটি উড়তে বা নামতে পারে। মার্কিন সংস্থা ‘লকহেড মার্টিন’ এই বিমান তৈরি করে। মূলত আমেরিকা, ব্রিটেন এবং ন্যাটো বাহিনীর কাছে এই বিমান রয়েছে।

Advertisement

ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, ‘এফ-৩৫বি’ যুদ্ধবিমানটিকে সব রকম ভাবে সাহায্য করা হয়েছে। যদিও এ বিষয়ে ব্রিটেন সরকার বা যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থার তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement