Bhojpuri Song

বিয়েবাড়িতে ভোজপুরি গান কেন? বিবাদের জেরে কনের ভাইকে কুপিয়ে খুন বরযাত্রীর! পালালেন বর

প্রত্যক্ষদর্শীদের দাবি, বর এবং কনের পরিবারের মধ্যে বিবাদের কেন্দ্রে ছিল, ভোজপুরি গান। কনের পরিবারের দাবি ছিল, ভোজপুরি গান বন্ধ করতে হবে। বরের পরিবার তাতে রাজি ছিল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৪
Share:

ডিজের গান বাজানো নিয়ে বিবাদের শুরু বিয়েবাড়িতে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিয়েবাড়িতে ভোজপুরি গান বাজাচ্ছিলেন ডিজে। সেই নিয়ে বিবাদ শুরু হয় বর আর কনে পক্ষের মধ্যে। বিবাদ এত দূর গড়ায় যে, কনের ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে বরযাত্রীদের বিরুদ্ধে। আর এক ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এই ঘটনায় মূল অভিযুক্ত ফেরার। বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছেন বরও। পাত্রপক্ষের আট জনকে আটক করেছে পুলিশ। উত্তরপ্রদেশের কুশীনগরের পাকৌলি লালা গ্রামের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকৌলি লালা গ্রামের বাসিন্দা লালমোহন পাসোয়ানের মেয়ে সঞ্জনার সঙ্গে দেওরিয়ার যোগিয়া রুদ্রপুর গ্রামের রাহুলের বিয়ে স্থির হয়। ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা নাগাদ কনের বাড়িতে পৌঁছোন বর এবং তাঁর পরিবারের লোকজন। ‘দ্বারপুজা’, ‘জয়মালা’-র মতো আচার পালন হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত ১০টা থেকে বর এবং কনের পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদের কেন্দ্রে ছিল ভোজপুরি গান। কনের পরিবারের দাবি ছিল, ভোজপুরি গান বন্ধ করতে হবে। বরের পরিবার তাতে রাজি ছিল না।

সেই বিবাদ চরমে উঠলে কনের দুই ভাই অজয় পাসোয়ান, সত্যম পাসোয়ান এবং আত্মীয় রমা পাসোয়ানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ ওঠে। সঙ্গে সঙ্গে তিন জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাদের গোরক্ষপুরের বড় হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসা চলার সময় মৃত্যু হয় অজয়ের। সত্যমের অবস্থাও আশঙ্কাজনক। খবর পেয়ে বিয়েবাড়িতে পৌঁছোয় পুলিশ। তত ক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছেন বর এবং মূল অভিযুক্তেরা। আট জনকে আটক করে জেরা করছে পুলিশ। মূল অভিযুক্তদের খোঁজ চলছে। স্থানীয়েরা জানিয়েছেন, গত বছরই রাহুলের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল সঞ্জনার। রাহুলের বাবা মারা যাওয়ার কারণে বিয়ের উদ্‌যাপন হয়নি। এ বছর সেই উদ্‌যাপনের সময়ে আবার বাধল গোল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement