National News

সেই জওয়ানের ভিডিও নিয়ে মুখরক্ষায় নামল বিএসএফ

তেজবাহাদুর যাদবের ব্যবহার নিয়েই এ বার প্রশ্ন তুলল বিএসএফ। বাহিনীর তরফে দাবি করা হল, ওই কনস্টেবল একটু বেশি মাত্রায় পান করেন। এমনকী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না মানার মতো অভিযোগও তাঁর বিরুদ্ধে তোলা হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৭ ২০:৩২
Share:

বিএসএফ-এর ইন্সপেক্টর জেনারেল ডি কে উপাধ্যায়।

তেজবাহাদুর যাদবের ব্যবহার নিয়েই এ বার প্রশ্ন তুলল বিএসএফ। বাহিনীর তরফে দাবি করা হল, ওই কনস্টেবল একটু বেশি মাত্রায় পান করেন। এমনকী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না মানার মতো অভিযোগও তাঁর বিরুদ্ধে তোলা হল।

Advertisement

পাক সীমান্তের নিয়ন্ত্রণরেখায় কর্মরত তেজবাহাদুর যাদব নামে ওই বিএসএফ কনস্টেবল ক্যাম্পে খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে কয়েকটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তিনি বাহিনীর অফিসারদের বিরুদ্ধে খোলা বাজারে ‘রেশন’ বিক্রি করে দেওয়ার অভিযোগও তোলেন। তার পরেই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফ। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন, পেটে কিল মেরে সীমান্ত সামলাই, বিস্ফোরক ভিডিও বিএসএফ জওয়ানের

Advertisement

মঙ্গলবার দুপুরে জম্মুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিএসএফ-এর আইজি ডি কে উপাধ্যায়। সেখানে তিনি ওই জওয়ানের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। জানান, এর আগে ২০১০-এ ওই জওয়ানের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষক না মানার অভিযোগ ওঠে। বিষয়টা শেষ অবধি প্রায় কোর্ট মার্শাল অবধি পৌঁছয়। কিন্তু ওই কনস্টেবলের পরিবারের কথা ভেবে সেই সময় তাঁকে চাকরিতে বহাল রাখা হয়।

এর পাশাপাশি তিনি খাবারের মান সম্পর্কে ওঠা প্রশ্ন নিয়েও কথা বলেন। জানান, নিয়ন্ত্রণরেখায় কর্মরত জওয়ানদের রেশন সেনাবাহিনী থেকে আসে। তার মান বেশ ভাল। তবে, শীতকালে শুকনো এবং টিন্‌ড খাবার বেশির ভাগ সময়ে পাঠানো হয়। সে কারণে অনেকের একঘেয়ে লাগতে পারে। বেশ কয়েক দিন আগে ওই ক্যাম্পে ডিআইজি পদপর্যাদার এক অফিসার গিয়েছিলেন। তখনও কোনও জওয়ান এ নিয়ে অভিযোগ জানাননি। ওই ভিডিওগুলি যে গ্রাউন্ড জিরোতেই তোলা হয়েছিল, তা নিয়ে কোনও সংশয় নেই বলে জানিয়েছে বিএসএফ। তবে, কী ভাবে ওই ভিডিও তোলা হল এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন, ‘ভিডিওটার পিছনে কোনও রিহার্সাল নেই তো?’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন