পাক হামলায় নিহত জওয়ান

পাঁচ দিনে এ নিয়ে চার বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক সেনা। কালই পুঞ্চে বিএসএফের পাল্টা আক্রমণে দুই পাকিস্তানি সেনা মারা গিয়েছে। জখম হন ৩ বিএসএফ জওয়ান ও ৩ স্থানীয় বাসিন্দা।

Advertisement

সংবাদ সংস্থা

জম্মু শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০২:০৯
Share:

টহল: সুনসান রাস্তায় সেনার পাহারা। লস্কর নেতা আবু ইসমাইলের মৃত্যুর পরে শুক্রবার থেকে ফের শ্রীনগরের একটা বড় অংশে চলাফেরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানও। ছবি: এএফপি।

বিনা প্ররোচনায় ছাড়াই প্রায় প্রতি দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। গত কয়েক দিনের মতো বৃহস্পতিবার মধ্য রাতেও ফের নিয়ন্ত্রণরেখার ও-পার থেকে হামলা চালায় পাক সেনা। জবাব দেয় ভারতও। শুক্রবার সকাল পর্যন্ত চলে গোলাগুলির লড়াই। এতে প্রাণ হারিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ নিয়ন্ত্রণরেখা বরাবর জম্মুর আরএস পুরা সেক্টরের আর্নিয়ায় গোলাগুলি বর্ষণ শুরু করে পাক বাহিনী। নিশানা করা হয় বিএসএফের ৯টি চৌকিকে। গুলি লাগে ব্রীজেন্দ্র বাহাদুর সিংহ (৩২) নামে বিএসফের এক জওয়ানের পেটে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা ওই জওয়ান।

Advertisement

পাঁচ দিনে এ নিয়ে চার বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক সেনা। কালই পুঞ্চে বিএসএফের পাল্টা আক্রমণে দুই পাকিস্তানি সেনা মারা গিয়েছে। জখম হন ৩ বিএসএফ জওয়ান ও ৩ স্থানীয় বাসিন্দা। গত বুধবার জম্মুর আখনুরেও পাক হামলার সময় আহত হন এক জওয়ান। বিএসএফের এক সূত্র বলেন, ‘‘কোনও উস্কানি ছাড়াই বার বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। জোরদার জবাব দিচ্ছে বাহিনীও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন