কীর্তি পটেল। ফাইল চিত্র।
দশ মাস ধরে তাঁকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। অবশেষে বুধবার গ্রেফতার হলেন গুজরাতের নেটপ্রভাবী কীর্তি পটেল। এক ইমারত ব্যবসায়ীকে যৌনতার ফাঁদে ফেলে তাঁর কাছ থেকে দীর্ঘ দিন ধরে কয়েক কোটি টাকা তোলা আদায় করার অভিযোগ ওঠে কীর্তির বিরুদ্ধে। গত বছরের জুনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। কিন্তু কীর্তির হদিস পাচ্ছিল না পুলিশ।
তবে বুধবার গোপন সূত্রে খবর পেয়ে অহমদাবাদে তল্লাশি অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে নেটপ্রভাবীকে গ্রেফতার করা হয়। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, সুরাতের এক ব্যবসায়ীকে যৌনতার ফাঁদে ফেলে তাঁকে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন নেটপ্রভাবী কীর্তি। এই ঘটনায় আরও চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তাঁদের আগেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু কীর্তি পালিয়ে বেড়াচ্ছিলেন।
সুরাত আদালত কীর্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতারি এড়াতে বিভিন্ন শহরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। শুধু তা-ই নয়, পুলিশকে বিভ্রান্ত করতে মোবাইলের সিমকার্ডও ঘন ঘন বদল করছিলেন। তাঁর গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ। বুধবার অহমদাবাদের সরখেজ এলাকা থেকে অবশেষে এই নেটপ্রভাবীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অহমদাবাদের ডেপুটি পুলিশ কমিনশনার অলোক কুমার বলেন, ‘‘গত ১০ মাস ধরে কীর্তির খোঁজ চলছিল। আমাদের সাইবার এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সহযোগিতা এবং বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে কীর্তির হদিস মেলে।’’