National News

বিধ্বংসী আগুনে মুহূর্তে ভেঙে পড়ল বহুতল, দেখুন ভিডিয়ো

শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ বিধ্বংসী আগুন লাগে মুম্বইয়ের ফোর্ট এলাকার পটেল চেম্বার্স নামে একটি বহুতলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ওই বহুতলের একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ১০:৩৮
Share:

তখনও কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছিল। আগুন নেভানোর চেষ্টায় দমকলকর্মীরা।

আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছিল একের পর এক ঘরগুলিতে। কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছিল। আর তার পরই হু়ড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ। ভোররাতের মুম্বই এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল।

Advertisement

শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ বিধ্বংসী আগুন লাগে মুম্বইয়ের ফোর্ট এলাকার পটেল চেম্বার্স নামে একটি বহুতলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ওই বহুতলের একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তেই আগুন লেগে যায় একের পর এক ঘরগুলিতে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ১৬টি দমকলের ইঞ্জিন পৌঁছয়। আসে ১১টি ট্যাঙ্কার। প্রায় দেড়শো দমকলকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টা নগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এত ছড়িয়ে পড়েছিল যে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানিয়েছেন এক দমকল আধিকারিক। হাওয়ার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। আগুন নেভানোর সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি। আর তাতেই আহত হন দুই দমকলকর্মী।

Advertisement

দেখুন সেই ভিডিয়ো

আরও পড়ুন: চিনকে কাছে টানতে বাধা আসিয়ান-চাপ

আগুনের প্রচন্ড তাপে ভেহে পড়ে বহুতলটির একাংশ।

যে ঘরগুলিতে আগুন লেগেছিল, ভাগ্যিস কোনও লোকজন ছিল না সেখানে। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে, জানান এক দমকল আধিকারিক। আগুনের তাপে বাড়িটির একটি অংশ ভেঙেও পড়ে। কী কারণে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: জনসংযোগে ব্যর্থ হলে সরাবে রেল

ছবি সৌজন্য টুইটার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন