বাসের চাকা ফেটে বড় দুর্ঘটনা মধ্যপ্রদেশের খারগোন জেলায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল নদীতে। বাস দুর্ঘটনাটি হয়েছে বৃহস্পতিবার। কী ভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়, সেই দৃশ্য প্রকাশ্যে এসেছে শুক্রবার।
সূত্রের খবর, খারগোনের রাস্তা দিয়ে বৃহস্পতিবার দুপুরে একটি বাস যাচ্ছিল। বাসটিতে মোট ২৫ জন যাত্রী ছিলেন। আচমকা বাসের একটি টায়ার ফেটে যায়। ভাল গতিতে চলছিল বাসটি। তাই চালক আর নিয়ন্ত্রণে আনতে পারেননি বাসটিকে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কিছু দূর যাওয়ার পর রাস্তা ছেড়ে এক দিকে হেলে পড়ে বাসটি। ওই ভাবে কিছু দূর এগিয়ে সাঁকো থেকে নীচে পড়ে যায় বাসটি। পরে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ ফুট উঁচু সাঁকো থেকে একেবারে নদীর জলে পড়ে বাসটি। এই দুর্ঘটনায় ছ’জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে কারও মৃত্যুর খবর মেলেনি। বরাত জোরে কোনও প্রাণহানি হয়নি বলে জানাচ্ছেন বাসটির যাত্রীরা।
দুর্ঘটনার পর স্থানীয়েরা ওই বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যাত্রীদের উদ্ধারের পর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বেশ কয়েক জনকে তখনই ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। কী কারণে এবং কী ভাবে এই দুর্ঘটনা হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, দুর্ঘটনার ভিডিয়ো সামনে আসতেই তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।