বিবাদ মেটাবেন জোশী, আশায় কংগ্রেস

হাইলাকান্দি কংগ্রেসের অন্তর্কলহ মেটাতে পারবেন দলীয় হাইকম্যান্ডের দূত তথা সাধারণ সম্পাদক সি পি জোশী? এই প্রশ্নই এখন ঘুরছে গৌতম রায়ের খাসতালুকে। ১৩ জুন হাইলাকান্দি সফরে আসবেন জোশী। এমন একটা সময় জোশী হাইলাকান্দি আসছেন, যখন জেলা কংগ্রেসের পরিস্থিতি খুবই সঙ্গীন। কয়েক দিন আগেই দলের দুই জেলা পরিষদ সদস্য— সুজামউদ্দিন লস্কর ও নিজামুদ্দিন লস্কর এআইইউডিএফ দলে যোগ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০৩:১৫
Share:

হাইলাকান্দি কংগ্রেসের অন্তর্কলহ মেটাতে পারবেন দলীয় হাইকম্যান্ডের দূত তথা সাধারণ সম্পাদক সি পি জোশী? এই প্রশ্নই এখন ঘুরছে গৌতম রায়ের খাসতালুকে।

Advertisement

১৩ জুন হাইলাকান্দি সফরে আসবেন জোশী। এমন একটা সময় জোশী হাইলাকান্দি আসছেন, যখন জেলা কংগ্রেসের পরিস্থিতি খুবই সঙ্গীন। কয়েক দিন আগেই দলের দুই জেলা পরিষদ সদস্য— সুজামউদ্দিন লস্কর ও নিজামুদ্দিন লস্কর এআইইউডিএফ দলে যোগ দিয়েছেন। সুজামউদ্দিন জানিয়ে দিয়েছেন, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি গৌতমবাবুর কেন্দ্র কাটলিছড়া থেকেই লড়বেন। নিজামউদ্দিন জানিয়েছেন, ওই ভোটে তিনি গৌতম-পত্নী মন্দিরা রায়ের কেন্দ্র আলগাপুরে লড়বেন। জেলা কংগ্রেস শিবিরে আশঙ্কা রয়েছে, ওই দুই নেতার মতো হাইলাকান্দির আরও কয়েক জন কংগ্রেস নেতা দলত্যাগ করতে পারেন। শুধু এ-ই নয়। মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের উপদেষ্টা গৌতম রায়ের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন খোদ তাঁর ছেলে রাহুলই। তিনি জানিয়ে দিয়েছেন, ২০১৬ সালের নির্বাচনে কাটলিছড়াতেই লড়বেন। তাঁর বক্তব্য— ‘প্রয়োজনে নির্দল প্রার্থী হতেও রাজি।’ বাবা-ছেলের চানাপড়েনের আঁচ ছড়িয়েছে কাটলিছড়ার কংগ্রেসে শিবিরেও।

জেলা পরিষদের দুই কংগ্রেস সদস্যের দলত্যাগের পর হাইলাকান্দি জেলা পরিষদের ক্ষমতা কংগ্রেসের হাতছাড়া হওয়ার আশঙ্কাও রয়েছে।

Advertisement

জোশীর সফরে এ সবের সমাধানসূত্র মিলবে কি না, সে দিকেই তাকিয়ে রয়েছে দলের সদস্য-সমর্থকরা। তাঁর সফর ঘিরে প্রস্তুতি চলছে কংগ্রেস শিবিরে। আজ জেলা কংগ্রেস ভবনে এ নিয়ে বৈঠক করেন সভাপতি অশোক দত্তগুপ্ত। তাতে জেলার বিভিন্ন মণ্ডল ও ব্লক পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলুপ বড়লস্কর জানান, সি পি জোশীকে হাইলাকান্দির প্রবেশপথ ধলেশবর থেকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসা হবে। এখানে তিনি নজরুল সদনে দলীয় সভায় বক্তব্য রাখবেন। সে জন্য ১ হাজার পতাকা তৈরি করা হচ্ছে।

জেলা কংগ্রেস সূত্রে খবর, জোশীর সফরে হাইলাকান্দি দলীয় নেতাদের দলত্যাগ, রাহুল রায়ের বিদ্রোহ ও জেলা কংগ্রেস সভাপতি বদলের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। অশোকবাবুর দল পরিচালনা নিয়ে গৌতম রায়-সহ দলের অনেক নেতা অখুশি। তার জেরে ২০১৬ সালের নির্বাচনের আগে নুতন কাউকে সভাপতির চেয়ারে বসানোর আলোচনা চলছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, অশোকবাবুর পরিবর্তে বর্তমানে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হীরেন্দ্র চন্দ্র পালকে সভাপতি করার দাবি তুলেছে কয়েক জন নেতা। তবে সরাসরি এ নিয়ে কেউ মুখ খুলতে রাজি নন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন