Leopard

Viral: এই ছবিতে চিতাবাঘ খুঁজে বার করুন! অনেকেই ব্যর্থ হয়েছেন

এটা একটা চোখের খেলাও বলা যেতে পারে। বলা ভাল, চোখের ভ্রম। সেই ভ্রম কাটিয়ে বাঘটিকে ধরতে পারেন কি না দেখুন তো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ১৩:০৮
Share:

ছবি সৌজন্য টুইটার।

ইংরাজিতে একটা শব্দ আছে ‘ক্যামুফ্লাজ’। নেটমাধ্যমে অনেক সময়ই এমন ছবি ভাইরাল হয় যেখানে কোনও প্রাণী বা বস্তুকে খুঁজে বার করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। আর সেগুলি বেশ মজারও। ছবি শেয়ার করে বলা হয়, ‘বলুন তো এই ছবিতে কোথায় রয়েছে এই প্রাণী বা বস্তুটি।’

তেমনই একটি ছবি সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। অমিত মেহরা নামে এক টুইটার ব্যবহারকারী সেই ছবিটি শেয়ার করেছেন। কোনও একটা জঙ্গলের ছবি। তার মধ্যে বড় কয়েকটি গাছ এবং শুকনো ঘাস দেখা যাচ্ছে। এই ছবিতেই লুকিয়ে রয়েছে একটি চিতাবাঘ।

Advertisement

নেটাগরিকদের উদ্দেশে অমিতের প্রশ্ন, ‘ছবিতে চিতাবাঘ খুঁজে দেখান তো!’ একটু ভাল করে লক্ষ্য করলেই ওই প্রাণীটিকে খুঁজে বার করা সম্ভব। কেউ কেউ বাঘ ‘শিকার’ করতে পেরেছেন। তবে বেশির ভাগই ব্যর্থ হয়েছেন। এটা একটা চোখের খেলাও বলা যেতে পারে। বলা ভাল, চোখের ভ্রম। সেই ভ্রম কাটিয়ে বাঘটিকে ধরতে পারেন কি না দেখুন তো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement