camouflage

এই ছবিতে রয়েছে একটি স্নো লেপার্ড, আপনি দেখতে পাচ্ছেন?

সে জন্যই বোধহয় ছবিটির পোস্ট করে লেখা হয়েছে ‘আর্ট অফ ক্যামোফ্লাজ’।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৬ মে ২০১৯ ১৫:১৪
Share:

লেপার্ডটিকে দেখতে পেলেন? ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে।

হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে ঘুরতে গিয়েছিলেন বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সৌরভ দেশাই। সেখানে পাহাড়ের উপর কিবার গ্রাম থেকে আট কিলোমিটার দূরে তিনি পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা একটি স্নো লেপার্ডের ছবি তুলেছেন। সেই ছবি তিনি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তার পরই ভাইরাল হয়েছে সেটি।

Advertisement

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে পাহাড়ের খাঁজ। সেই খাঁজের উপর দিকে রয়েছে বরফ। আর নীচে শুধুই পাথর। আর সেই পাথরের খাঁজেই মুখ বের করে বসে রয়েছে একটি স্নো লেপার্ড। কিন্তু এই পাহাড়ের মধ্যে স্নো লেপার্ড খুঁজে বের করাই আসল চ্যালেঞ্জ। কারণ প্রখর দৃষ্টিশক্তি না থাকলে সত্যিই ওই স্নো লেপার্ডটি খুঁজে পাওয়া দুষ্কর।

সে জন্যই বোধহয় ছবিটির পোস্ট করে লেখা হয়েছে ‘আর্ট অফ ক্যামোফ্লাজ’। দেখুন তো পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা স্নো লেপার্ডটিকে আপনিচিনতে পারেন না কি-

Advertisement

Art of camouflage...

A post shared by Photographs by Saurabh Desai (@visual_poetries) on

ওই খানে তোলা আরও একটি স্নো লেপার্ডের ছবি-

When the target is locked... @snowleopardtrust

A post shared by Photographs by Saurabh Desai (@visual_poetries) on

আরও পড়ুন: মা-মেয়ের গানে মুগ্ধ নেটিজেনরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement