কেন্দ্রের হুঁশিয়ারিতে জমা কমছে জনধনে

কেন্দ্রীয় সরকারের হুঁশিয়ারির পরে জনধন অ্যাকাউন্টগুলিতে টাকা জমার পরিমাণ লক্ষ্যণীয় ভাবে কমছে বলে দাবি করল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি)।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০১:৪৭
Share:

কেন্দ্রীয় সরকারের হুঁশিয়ারির পরে জনধন অ্যাকাউন্টগুলিতে টাকা জমার পরিমাণ লক্ষ্যণীয় ভাবে কমছে বলে দাবি করল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি)। বুধবার তারা জানায়, নোট বাতিলের ঘোষণার দিন অর্থাৎ গত ৮ নভেম্বর থেকে ১৫ তারিখ পর্যন্ত জনধন অ্যাকাউন্টগুলিতে মোট জমা পড়েছিল ২০,২০৬ কোটি টাকা। তার পরে কেন্দ্র জনতাকে সতর্ক করে বলে, কেউ যেন কালো টাকা সাদা করার কাজে নিজেদের অ্যাকাউন্টের অপব্যবহার হতে না দেন। তার পরেই দেখা যায়, ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত জনধনে জমা পড়েছে ১১,৩৪৭ কোটি, ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে মাত্র ৪,৮৬৭ কোটি টাকা। গত ১ এবং ২ ডিসেম্বর অঙ্কটা ছিল যথাক্রমে ৪১০ কোটি এবং ৩৮৯ কোটি। সিবিডিটি-র দাবি, এই সময়ে জনধন অ্যাকাউন্টগুলিতে গড়ে ১৩,১১৩ টাকা করে জমা পড়েছে। এই অঙ্কটা চিন্তার কিছু নয়। তা ছাড়া বেশ কিছু অ্যাকাউন্ট চিহ্নিতও করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন