নরেন্দ্র দাভোলকর হত্যাকাণ্ডে ধর্মীয় সংগঠন হিন্দু জনজাগ্রুতি সমিতির সদস্য বীরেন্দ্রসিংহ তাওড়ের বিরুদ্ধে চার্জশিট গঠন করল সিবিআই। তাতে জুন মাসে গ্রেফতার হওয়া তাওড়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও খুনের মামলা আনা হয়েছে। ২০১৩-র ২০ অগস্ট প্রকাশ্যে খুন হন মুক্তমনা নরেন্দ্র দাভোলকর। ২০১৪-তে বম্বে হাইকোর্ট সিবিআইকে ওই ঘটনার তদন্তভার দেয়। আর এক মুক্তমনা গোবিন্দ পানসারের খুনে অভিযুক্ত সনাতন সংস্থার সঙ্গেও এই হিন্দু সমিতির যোগ রয়েছে বলে জানায় সিবিআই।