ফেসবুক তথ্য ফাঁসে সিবিআই

ফেসবুক থেকে ভারতীয়দের তথ্য চুরি করে কেমব্রিজ অ্যানালিটিকা তা নির্বাচনের কাজে কংগ্রেসকে বেচেছিল বলে অভিযোগ করেছিল বিজেপি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ০৪:০৫
Share:

ফাইল চিত্র।

ফেসবুক থেকে কেমব্রিজ অ্যানালিটিকার ভারতীয়দের তথ্য চুরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

ফেসবুক থেকে ভারতীয়দের তথ্য চুরি করে কেমব্রিজ অ্যানালিটিকা তা নির্বাচনের কাজে কংগ্রেসকে বেচেছিল বলে অভিযোগ করেছিল বিজেপি। অ্যানালিটিকার খদ্দেরের তালিকায় বিজেপি-র নামও ছিল বলে পাল্টা অভিযোগ ওঠে।

বুধবারই কেন্দ্রীয় ইলেকট্রনিকস ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক সিবিআইকে চিঠি লিখে এ বিষয়ে তদন্ত শুরুর নির্দেশ দেয়। আজ সংসদে মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক থেকে বেআইনি ভাবে ভারতীয়দের তথ্য চুরি করেছে বলে সন্দেহ। যা অপব্যবহার হয়ে থাকতে পারে। তথ্য-প্রযুক্তি আইন ও ভারতীয় দণ্ডবিধির সম্ভাব্য লঙ্ঘন নিয়ে তদন্ত করতে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।’’

Advertisement

সিবিআই তদন্তের নির্দেশের পরে বিরোধী শিবিরে প্রশ্ন উঠেছে, রাহুল গাঁধী তথা কংগ্রেসকে চাপে ফেলতেই কি এই পদক্ষেপ? কারণ এর আগে রবিশঙ্করই অভিযোগ তুলেছিলেন, রাহুলের সোশ্যাল মিডিয়ায় প্রচার সামলায় ওই সংস্থাটি। রাহুলের পাল্টা যুক্তি ছিল, সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই এ সব অভিযোগ। ফেসবুক থেকে ফাঁস হওয়া তথ্য কেমব্রিজ কাদের বেচেছে, তা জানতে ওই সংস্থাকে নোটিস পাঠিয়েছিল মোদী সরকার। কিন্তু তারও কোনও জবাব দেয়নি সংস্থাটি।

বিজেপির সঙ্গে কেমব্রিজ অ্যানালিটিকার যোগাযোগের কথা অবশ্য সংস্থার ভারতীয় শাখার ডিরেক্টরের লেখা থেকেই জানা গিয়েছিল। সংস্থার ওয়েবসাইটেও খদ্দের হিসেবে বিজেপি, কংগ্রেস ও নীতীশ কুমারের জেডিইউ-এর নাম ছিল। অভিযোগ, জেডিইউ-র সাধারণ সম্পাদক কে সি ত্যাগীর ছেলে অমরীশের সংস্থার সঙ্গে সম্পর্ক রয়েছে কেমব্রিজ অ্যানালটিকা ও তার সিইও অ্যালেকজান্ডার নিক্সের। সেই সূত্রেই নীতীশের সঙ্গে বৈঠক হয়। ত্যাগী অবশ্য অভিযোগ
অস্বীকার করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন