আধাসেনার অস্ত্র নিয়ে সরব রাজনাথ

কেনার দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রকের হাতে থাকায় বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব পায় না। ফলে আধাসেনার হাতে অস্ত্র পৌঁছতে প্রচুর সময় লেগে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০২:৩৮
Share:

ফাইল চিত্র।

প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নেওয়ার দিনেই অস্ত্রশস্ত্র কেনা নিয়ে অভিযোগ শুনতে হল নির্মলা সীতারামনকে। আর সেই অভিযোগ এল তাঁরই সতীর্থ রাজনাথ সিংহের কাছ থেকে। আজ স্বরাষ্ট্র মন্ত্রকের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন নির্মলা। কিছুটা অনুযোগের সুরেই নির্মলার সামনে রাজনাথ বলেন, ‘‘আধাসেনার অস্ত্র

Advertisement

কেনার দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রকের হাতে থাকায় বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব পায় না। ফলে আধাসেনার হাতে অস্ত্র পৌঁছতে প্রচুর সময় লেগে যায়।’’ এই চিত্র বদলানোর জন্য প্রতিরক্ষামন্ত্রীর কাছে আবেদন করেন রাজনাথ। অন্যথায় পদ্ধতি বদলের ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই মুহূর্তে বাহিনীর অস্ত্র কেনার দায়িত্ব সম্পূর্ণ ভাবে প্রতিরক্ষা মন্ত্রকের হাতে। আধাসেনার অভিযোগ, চাহিদার কথা জানিয়ে ও অর্থ মিটিয়ে দেওয়া সত্ত্বেও অস্ত্র হাতে পেতে বহু সময় লেগে যায়। অভিযোগ, এর কারণ প্রতিরক্ষা মন্ত্রকের গড়িমসি। আজ নির্মলার উপস্থিতিতে বাহিনীর অসন্তোষ নিয়ে সরব হয়ে রাজনাথ বলেন, ‘‘প্রতিরক্ষা মন্ত্রকের কারণে অস্ত্র দেরিতে হাতে পাওয়ায় আধাসেনার ক্ষতি হচ্ছে। মনোবল নষ্ট হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা না নিতে পারলে প্রয়োজনে অস্ত্র কেনার প্রশ্নে অন্য কোনও ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রক।’’

Advertisement

আজকের অনুষ্ঠানে হিন্দুস্থান অ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল) তাদের বানানো সাঁজোয়া গাড়ি আধাসেনার হাতে তুলে দেয়। হ্যালের দাবি, মাওবাদীদের মাইন আক্রমণ পর্যন্ত ঠেকাতে সক্ষম ওই গাড়িটি। সম্প্রতি সুকমায় মাওবাদীদের হামলায় জওয়ানদের মৃত্যু-তদন্তে সাঁজোয়া গাড়ি না থাকার বিষয়টি নিয়ে রিপোর্ট দেয় তদন্তকারী কমিটি। তারপর থেকেই কেন্দ্রের নির্দেশে ঘরোয়া ভাবে ওই গাড়ি তৈরির দায়িত্ব পায় হ্যাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন