Census 2027

সম্পত্তি থেকে বাড়ির মেঝে, দিতে হবে শৌচাগারের তথ্য‌, মোবাইল নম্বর‌ও! জনগণনার প্রথম পর্যায়ে প্রশ্নের তালিকায় আর কী কী

জ্বালানি থেকে পানীয় জলের পর্যাপ্ত সুবিধা আছে কি না, সেই সংক্রান্ত প্রশ্নও রয়েছে। জানা যাচ্ছে, জনগণনার সঙ্গে প্রয়োজনীয় তথ্য পেতে কর্মী ও তত্ত্বাবধায়ক নিয়োগ করে সকলকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০০:৫৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দীর্ঘ ১৪ বছর পরে আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে দেশের ষোড়শ জনগণনা (২০২৭)-এর প্রথম পর্যায়। তার জন্য ৩৩টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই তালিকায় রয়েছে মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট থেকে সাইকেল-বাইক সম্পর্কিত প্রশ্নও। মূলত কী ধরনের খাদ্যশস্য ঘরে আনা হয়, জানতে চাওয়া হবে তা নিয়েও।

Advertisement

জ্বালানি থেকে পানীয় জলের পর্যাপ্ত সুবিধা আছে কি না, সেই সংক্রান্ত প্রশ্নও রয়েছে। জানা যাচ্ছে, জনগণনার সঙ্গে প্রয়োজনীয় তথ্য পেতে কর্মী ও তত্ত্বাবধায়ক নিয়োগ করে সকলকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে। এই কাজের জন্য সাহায্য নেওয়া হবে জেলা ও রাজ্য প্রশাসনের।

মোট দু’টি ধাপে গণনা হবে। প্রথম পর্যায়ে মূলত বাড়ির তালিকা, তার অবস্থা ও প্রতিটি পরিবারের সম্পত্তি-সহ বিভিন্ন তথ্য নথিভুক্ত করা হবে। দ্বিতীয় পর্যায় শুরু হবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে। সেই ধাপে জনগণের আর্থ-সামাজিক অবস্থা, সংস্কৃতি-সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে।

Advertisement

উল্লেখ্য, ষোড়শ জনগণনা হলেও স্বাধীনতার পর থেকে হিসাব করলে এই আদমশুমারির বয়স অষ্টম।

প্রথম ধাপের প্রশ্ন তালিকা।

প্রথম ধাপে প্রশ্নের তালিকায় আরও আছে বাড়ির নম্বর, অবস্থা, ঘরের মেঝে কী দিয়ে তৈরি সেই সম্পর্কিত প্রশ্ন‌। এ ছাড়া শৌচাগার, স্নানাগার ও নিষ্কাশন বিষয়ক প্রশ্ন‌ও থাকবে। কোনও বাড়িতে কত জন থাকেন, তাঁদের লিঙ্গ, বিবাহিত কি না- সেই সংক্রান্ত প্রশ্নও আছে। পাশাপাশি নেওয়া হবে মোবাইল নম্বর‌ও। অবশ্য বলা হয়েছে, মোবাইল নম্বর নেওয়া হবে কেবল জনগণনা সংক্রান্ত কাজের জন্য‌ই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement