Labour Budget Proposal

শ্রম বাজেট প্রস্তাব পাঠাতে রাজ্যকে ফের বার্তা কেন্দ্রের

দুর্নীতি ও আর্থিক নয়ছয়ের অভিযোগে ২০২২ থেকে পশ্চিমবঙ্গে মনরেগা বা একশো দিনের কাজে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১০:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফের মনরেগা প্রকল্পে চলতি অর্থ বছরের শ্রম বাজেটের প্রস্তাব পাঠানোর অনুরোধ করল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কিন্তু একই সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের স্পষ্ট অবস্থান হল, পশ্চিমবঙ্গে নতুন করে মনরেগা-র কাজ চালুর পরে আর্থিক দুর্নীতির পুনরাবৃত্তি রুখতে যে সব শর্ত চাপানো হয়েছে, তা শিথিল করা হবে না। একই সঙ্গে মনরেগা প্রকল্পে তৃণমূল সরকার যে ৫২ হাজার কোটি টাকা বকেয়ার দাবি তুলছে, তা-ও খতিয়ে দেখতে হবে বলে গ্রামোন্নয়ন মন্ত্রকের যুক্তি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের এক শীর্ষকর্তা বলেন, ‘‘মনরেগা-র যে টাকা পশ্চিমবঙ্গে নয়ছয় হয়েছিল, তা উদ্ধার করা হয়েছে কি না, তা যাচাই করে দেখতে হবে। তার পরেই বকেয়া অর্থ নিয়ে সিদ্ধান্ত হবে।’’

দুর্নীতি ও আর্থিক নয়ছয়ের অভিযোগে ২০২২ থেকে পশ্চিমবঙ্গে মনরেগা বা একশো দিনের কাজে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। প্রথমে কলকাতা হাই কোর্ট, তার পরে সুপ্রিম কোর্ট ফের রাজ্যে মনরেগা চালুর নির্দেশ দেওয়ার পরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গে ফের মনরেগা-য় কাজ চালুর নির্দেশিকা জারি করেছে। কিন্তু এ বার প্রকল্পের টাকা নয়ছয়ের পুনরাবৃত্তি রুখতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত চাপিয়েছে। রাজ্য সরকারকে চলতি অর্থ বছর বা ২০২৫-২৬-এর শ্রম বাজেটের প্রস্তাব পাঠানোর অনুরোধ করা হয়েছে। প্রস্তাব এলে তা গ্রামোন্নয়ন মন্ত্রকের মনরেগা সংক্রান্ত এমপাওয়ার্ড কমিটি খতিয়ে দেখবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি এই সব শর্ত মানবেন না। গত ৯ ডিসেম্বর কোচবিহারের জনসভায় তিনি এ নিয়ে প্রবল আপত্তি তুলেছিলেন। তাই রাজ্য শ্রম বাজেটের প্রস্তাব পাঠায়নি।

গ্রামোন্নয়ন মন্ত্রকের শীর্ষ সূত্রের খবর, রাজ্যকে ফের ওই শ্রম বাজেট প্রস্তাব পাঠানোর জন্য ‘রিমাইন্ডার’ দেওয়া হয়েছে। রাজ্যকে বোঝানোর চেষ্টা চলছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে মনরেগা-র পরিবর্তে বিকশিত ভারত-জি রাম জি আইন চালু করেছে। এই নতুন ধাঁচের রোজগার নিশ্চয়তা প্রকল্প সম্ভবত নতুন অর্থবর্ষ থেকে চালু হবে। তত দিন মনরেগা চালু থাকবে। রাজ্যগুলো এই নতুন প্রকল্পে যোগ দেওয়ার জন্য ছ’মাস সময় পাবে। যে সব রাজ্য এই নতুন ধাঁচের প্রকল্পের বিরোধিতা করছে, তারা এতে যোগ না দিলে ওই রাজ্যের গরিব মানুষ বঞ্চিত হবে বলে কেন্দ্রের যুক্তি। সেখানেও দুর্নীতি রোখার ব্যবস্থা মজবুত করা হয়েছে। তবে রাজ্য সরকারের জন্য শর্ত ও নতুন আইনের শর্ত আলাদা বলে কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর।

তৃণমূলের দাবি, মনরেগা-য় কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গের বকেয়ার পরিমাণ ৫২,০০০ কোটি টাকা। কিন্তু গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রের যুক্তি, পশ্চিমবঙ্গের ২০২২-এর ৮ মার্চ পর্যন্ত ৩,০৮২ কোটি টাকার মতো বকেয়া ছিল। এর পরের দিন, ৯ মার্চ থেকে যে বকেয়া টাকার দাবি করা হচ্ছে, সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতির টাকা কতখানি উদ্ধার করেছে, তা যাচাই করে দেখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন