Central Government

প্রবল চাপে পিছু হঠল কেন্দ্র, এনডিটিভির উপর নিষেধাজ্ঞা স্থগিত

প্রবল চাপের মুখে এনডিটিভি-র উপর জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করে দিল কেন্দ্রীয় সরকার। হিন্দি নিউজ চ্যানেল এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচারের উপর এক দিনের নিষেধাজ্ঞা জারি করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৬ ২১:০৪
Share:

—ফাইল চিত্র।

প্রবল চাপের মুখে এনডিটিভি-র উপর জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করে দিল কেন্দ্রীয় সরকার। হিন্দি নিউজ চ্যানেল এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচারের উপর এক দিনের নিষেধাজ্ঞা জারি করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পঠানকোটে জঙ্গি হামলার সময় এনডিটিভি স্পর্শকাতর বিষয় সম্প্রচারের দায়ে অভিযুক্ত করে এনডিটিভি ইন্ডিয়ার উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। গোটা দেশের সংবাদমাধ্যমের তীব্র নিন্দার মুখে পড়ে সোমবার সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, নিষেধাজ্ঞা স্থগিত করা হচ্ছে।

Advertisement

চলতি বছরের জানুয়ারিতে জঙ্গি হামলা হয়েছিল পঞ্জাবের পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলাকালীন এনডিটিভি ইন্ডিয়া যে লাইভ কভারেজ সম্প্রচার করেছিল, তাতে সম্প্রচার আইন লঙ্ঘিত হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানায়। এনডিটিভি ইন্ডিয়া যে সব তথ্য তাদের লাইভ কভারেজে তুলে ধরেছিল, তা দেশের পক্ষে বিপজ্জনক হতে পারত বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়। চ্যানেলটিকে শো-কজ করা হয়। এই অভিযোগ নস্যাৎ করে চ্যানেলটির তরফে জানানো হয়, অন্যান্য চ্যানেলগুলির লাইভ কভারেজে যে তথ্য তুলে ধরা হয়েছিল, এনডিটিভি ইন্ডিয়ার কভারেজেও তাই-ই দেখানো হয়েছে। আপত্তিকর কিছুই সম্প্রচারিত হয়নি বলে চ্যানেলের তরফে দাবি করা হয়। মোদী সরকার অবশ্য সে কথায় কান দেয়নি। ৯ নভেম্বর ২৪ ঘণ্টার জন্য এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ জারি করা হয় সরকারের তরফে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই সিদ্ধান্তে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। সব সংবাদমাধ্যমই এর প্রতিবাদ করে। এডিটর’স গিল্ডের তরফে কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করা হয়। প্রেস কাউন্সিলও সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে। তাতেও নিষেধাজ্ঞা প্রত্যহৃত না হওয়ায়, এনডিটিভি কর্তৃপক্ষ সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা। কিন্তু তার আগেই সোমবার সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক নিষেধাজ্ঞা স্থগিত করার কথা ঘোষণা করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement