Aaykar Setu

ঘরে বসেই আয়কর সম্পর্কিত ‘অসাধ্য’ সাধন করবেন আপনি

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সোমবার এই অ্যাপস লঞ্চ করে জানান, বাড়িতে বসে কোনও বিশেষজ্ঞের সাহায্য ছাড়াই অ্যাপের মাধ্যমে আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলি করা যাবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ১৭:৩৯
Share:

আয়কর সমস্যার সমাধান করবেন আপনিও। ছবি- সংগৃহীত

আয়কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তুলতে ‘আয়কর সেতু’ নামে একটি অ্যাপ নিয়ে এল কেন্দ্র।

Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সোমবার এই অ্যাপস লঞ্চ করে জানান, বাড়িতে বসে কোনও বিশেষজ্ঞের সাহায্য ছাড়াই অ্যাপের মাধ্যমে আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলি করা যাবে। আয়কর দেওয়ার ব্যবস্থাকে আরও সহজ করে তুলতে এবং অভিযোগের সমাধান করতে সাহায্য করবে এই অ্যাপ। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) জানিয়েছে, এটিই তাদের প্রথম মোবাইল অ্যাপ।

আরও পড়ুন- ফের নতুন ধামাকা, ২২৪ জিবি ডেটার অফার আনল জিও

Advertisement

গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া ৭৩০৬৫২৫২৫২ নম্বরে মিস কল করে এই অ্যাপটি ডাউনলোড করা যেতে পারে।

গুগল প্লে স্টোরে মিলবে এই অ্যাপটি

কী কী সুবিধা থাকছে এই অ্যাপে?

‘আয়কর সেতু’র মাধ্যমে প্যান কার্ডে আধার নম্বর যোগ করা যাবে। টিডিএস, ট্যাক্স ক্যালকুলেশন, আয়কর সম্পর্কিত আপডেট খবর পাবেন এই অ্যাপের মাধ্যমে। খুব শীঘ্রই ট্যাক্স রিটার্ন ফাইলও করা যাবে এখানে। আয়কর সেতু অ্যাপটিতে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, ‘লাইভ চ্যাট’। এর মাধ্যমে সরাসরি আয়কর সম্পর্কিত যে কোনও সমস্যা জেনে নেওয়া যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন